IPL 2022 Point Table: বাতিলের খাতায় মুম্বই, এবার আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার সেরা পাঁচ দাবিদার কারা?
IPL 2022: সবাইকে চমকে দিয়ে টুর্নামেন্টে প্রথমবার খেলতে নেমেই দুর্দান্ত পারফরম্যান্স গুজরাত টাইটান্সের। আবার অঘটনের এই টুর্নামেন্টে একেবারেই বাতিলের খাতায় চলে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
মুম্বই: আইপিএল মানেই অনিশ্চিয়তার খেলা। আইপিএল মানেই রোমাঞ্চ। একের পর এক অঘটনের মঞ্চ। এবারের আইপিএলে সবচেয়ে বড় অঘটন যদি হয় মুম্বই ইন্ডিয়ান্সের টানা ৮ ম্যাচে হার, তেমনই সবেচেয়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স গুজরাত টাইটান্সের। একর পর এক প্রতিপক্ষকে পরাস্ত করে ট্রফি জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। ৮ ম্যাচ খেলে ৭ ম্যাচে জয়। পয়েন্ট টেবিলে প্রথম পাঁচে আর কোনও দল রয়েছে? দেখে নেওয়া যাক -
গুজরাত টাইটান্স: টুর্নামেন্টে নতুন ফ্র্যাঞ্চাইজি। এবারই প্রথমবার আইপিএল খেলছে এই দলটি। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বের দায়িত্ব সামলাচ্ছেন। দল হিসেবে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই প্রতিপক্ষকে টেক্কা দিয়েছে গুজরাত। ৮ ম্যাচের মধ্যে ৭ ম্য়াচ জিতে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে গুজরাত।
রাজস্থান রয়্যালস: ৮ ম্যাচে খেলে ৬টি ম্যাচে জিতেছে রাজস্থান রয়্যালস। ঝুলিতে পুরে নিয়েছে ১২ পয়েন্ট। সঞ্জু স্যামসনের নেতৃত্বাধীন দলটি পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে। আজ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে খেলতে নামছে রাজস্থান রয়্যালস।
লখনউ সুপার জায়ান্টস: ৯ ম্যাচে খেলে ৬ ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। কে এল রাহুলের নেতৃত্বে এবারের আইপিএলেই প্রথমবার খেলতে নেমেছে লখনউ সুপারজায়ান্টস।
সানরাইজার্স হায়দরাবাদ: ৮ ম্যাচে খেলে ৫টি ম্যাচে জিতে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ১০ পয়েন্ট ঝুলিতে পুরে নিয়েছে কমলা জার্সিধারীরা। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসর বিরুদ্ধে হারতে হয়েছে কেন উইলিয়ামসন বাহিনীকে।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: টুর্নামেন্টের শুরু থেকে রয়েছে দলটি। এখনও পর্যন্ত খেতাব ঘরে তুলতে পারেনি তারা। কিন্তু এবার ফাফ ডু প্লেসির নেতৃত্বে নতুনভাবে নিজেদের তৈরি করছে আরসিবি। ৯ ম্যাচ খেলে পাঁচটিতে জয় ছিনিয়ে নিয়েছে তারা। ঝুলিতে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে তারা।
আরো পড়ুন: ''আমরা এখনও তোমার টি-টোয়েন্টি ব্যাটিংয়ের থেকে দ্রুত'', গিলকে জবাব স্যুইগির, কিন্তু কেন?