IPL Qualifier 2 Live: শ্রেয়সের স্বপ্নের ইনিংসে ১১ বছর পর ফাইনালে পঞ্জাব কিংস, ৫ উইকেটে হারল মুম্বই ইন্ডিয়ান্স
Punjab Kings vs Mumbai Indians: পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি লড়াইয়ের সামান্য এগিয়ে হার্দিক পাণ্ড্যর দল। পল্টনরা যেখানে ১৭টি ম্যাচ জিতেছে সেখানে পঞ্জাব জিতেছে ১৬টি ম্যাচ।

Background
আমদাবাদ: খেতাবি ফাইনালে মাঠের নামার থেকে মাত্র একধাপ দূরে। আরসিবির বিরুদ্ধে সেই ফাইনালে নিজেদের জায়গা পাকা করার লক্ষ্যেই আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আজ কোয়ালিফায়ার ২-এ (IPL Qualifier 2) মুখোমুখি হতে চলেছে পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স (Punjab Kings vs Mumbai Indians)।
দুই দলই অতীতে একাধিক আইপিএল ফাইনাল খেলেছে। তবে মুম্বই যেখানে পাঁচ পাঁচবার খেতাব জিতেছে, সেখানে পঞ্জাব নিজেদের প্রথম খেতাবর জন্য মরিয়া। দুই দলেই না তারকার কমতি রয়েছে, না ফর্মের। এমন পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্ণ সম্ভাবনা রয়েছে।
এর আগে আইপিএলের মঞ্চে দুই দল মোট ৩৪ বার মুখোমুখি হয়েছে। পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি লড়াইয়ের সামান্য এগিয়ে হার্দিক পাণ্ড্যর দল। পল্টনরা যেখানে ১৭টি ম্যাচ জিতেছে সেখানে পঞ্জাব জিতেছে ১৬টি ম্যাচ। একটি ম্যাচ অমীমাংসিতই শেষ হয়েছে।
MI vs PBKS Live Updates: ফাইনালে পঞ্জাব
অনবদ্য শ্রেয়স, ছক্কা মেরে জেতালেন ম্যাচ। ছয় বল ও পাঁচ উইকেট বাকি থাকতেই কোয়ালিফায়ার ২ জিতে ফাইনালে পঞ্জাব কিংস।
MI vs PBKS Live Score: পঞ্চম উইকেটের পতন
২৭ বলে নিজের দুরন্ত অর্ধশতরান পূরণ করলেন শ্রেয়স আইয়ার। তবে একই ওভারে হার্দিক পাণ্ড্যর দুরন্ত ডাইরেক্ট হিটে মাত্র দুই রানে সাজঘরে ফিরলেন শশাঙ্ক সিংহ। ১৬৯ রানে পঞ্চম উইকেট হারাল পঞ্জাব।




















