IPL: আরসিবি তো বটেই, আরও এক আইপিএল ফ্র্যাঞ্চাইজিও নাকি বিক্রি হওয়ার পথে
Rajasthan Royals: লখনউ কর্ণধার, সঞ্জীব গোয়েঙ্কার দাদা হর্ষ গোয়েঙ্কার দাবি শুধু আরসিবি নয়, প্রথম আইপিএলজয়ী ফ্র্যাঞ্চাজলি রাজস্থান রয়্যালও নাকি নতুন মালিকের খোঁজে।

নয়াদিল্লি: বহুদিন ধরেই আইপিএল চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা বদলের খবর শোনা যাচ্ছিল। তবে এবার একা আরসিবি নয়, আরও এক ফ্র্যাঞ্চাইজি মালিকানা বদলের জন্য প্রস্তুত বলে খবর। কোন ফ্র্যাঞ্চাইজি সেটি?
লখনউ কর্ণধার, সঞ্জীব গোয়েঙ্কার দাদা হর্ষ গোয়েঙ্কার দাবি শুধু আরসিবি নয়, প্রথম আইপিএলজয়ী ফ্র্যাঞ্চাজলি রাজস্থান রয়্যালসও (Rajasthan Royals) নাকি নতুন মালিকের খোঁজে। হর্ষ নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর জানান।
লখনউ কর্ণধার, সঞ্জীব গোয়েঙ্কার দাদা হর্ষ গোয়েঙ্কার দাবি শুধু আরসিবি নয়, প্রথম আইপিএলজয়ী ফ্র্যাঞ্চাজলি রাজস্থান রয়্যালও নাকি নতুন মালিকের খোঁজে। হর্ষ নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই খবর জানান। তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, 'আমি যতদূর শুনতে পাচ্ছি, এক নয়, আরসিবি ও রাজস্থান রয়্যালস, এখন দুই আইপিএল দল বিক্রি হতে চলেছে। বিষয়টা খুব স্পষ্ট, লোকজন বর্তমানে দলগুলির উচ্চ দর থাকাকালীনই সেগুলিকে বিক্রি করতে আগ্রহী। দুই দল কেনার জন্য চার, পাঁচজনের মধ্যে লড়াই চলবে। পুণে, আমদাবাদ, মুম্বই না মার্কিন যুক্তরাষ্ট্র, কোথাকার মালিক দলগুলি কিনতে সক্ষম হবেন?'
I hear, not one, but two IPL teams are now up for sale- RCB and RR. It seems clear that people want to cash in the rich valuations today. So two teams for sale and 4/5 possible buyers! Who will be the successful buyers- will it be from Pune, Ahmedabad, Mumbai, Bengaluru or USA?
— Harsh Goenka (@hvgoenka) November 27, 2025
বর্তমানে রাজস্থানের প্রধান মালিক মনোজ বাদালে। নিজের কোম্পানির মাধ্যমে তিনি রয়্যালসের ৬৫ শতাংশ স্বত্বের মালিক। এছাড়াও রেডবার্ড ক্যাপিটাল দলের ১৫ শতাংশ স্বত্বের মালিক। লাচলান মারডকেরও স্বত্ব রয়েছে এই ফ্র্যাঞ্চাইজিতে তবে, সেই পরিমাণটা লুকিয়ই রাখা হয়েছে।
শহরে আইপিএলের স্কাউটরা
আইপিএলের শুরু হতে বেশ খানিকটা সময় বাকি থাকলেও, আর কিছুদিন পরেই নিলাম। তার আগে মুস্তাক আলি ট্রফিতে ঘরোয়া প্রতিভাদের খুঁজে পাওয়ার সুযোগ রয়েছে। সেই উদ্দেশ্যে শুক্রবার সল্ট লেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে গিয়ে দেখা গেল, সকাল থেকে বসে মহারাষ্ট্র বনাম হায়দরাবাদের খেলা দেখছেন নমন ওঝা। আইপিএলে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের স্কাউট নমন। মধ্য প্রদেশের প্রাক্তন ক্রিকেটার রীতিমতো টিমলিস্ট ধরে ধরে মার্ক করছিলেন।
কেকেআরের হয়ে খেলা দেখছেন সঞ্জু স্যামসন-জেমাইমা রদ্রিগেজদের ব্যক্তিগত কোচ বিজু জর্জ। দিল্লি ক্যাপিটালসের তরফেও জেএসডব্লিউ গ্রুপের এক প্রতিনিধি প্রতিভার খোঁজে এসেছেন। গোপনে নিজেদের নোটবুক ভরিয়ে তুলছেন তাঁরা।




















