IPL Retention: রবীন্দ্র জাডেজাকে রিটেন করবে না চেন্নাই সুপার কিংস!
IPL Retention: পরিস্থিতি অনুযায়ী রবীন্দ্র জাডেজাকে ছেড়ে দিলেও পরবর্তীতে আরটিএম দিয়ে তাঁকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে সিএসকে।
নয়াদিল্লি: আজই প্রকাশিত হবে আইপিএলের রিটেনশন (IPL Retention 2025) তালিকা। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আইপিএলে কোন তারাকারা রিটেন হবেন, তার ওপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। অনেক বড় বড় তালিকাদের নাম রিটেনশন লিস্টে না থাকার সম্ভাবনা প্রবল। রোহিত শর্মা, কেএল রাহুলদের নাম বহু আগে থেকেই শোনা গেলেও, একেবারে শেষ লগ্নে শোনা যাচ্ছে যে রবীন্দ্র জাডেজাকে (Ravindra Jadeja) চেন্নাই সুপার কিংস রিটেন নাও করতে পারে।
চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) নিজেদের সোশ্যাল মিডিয়ায় বেশ কয়েকটি ইমোজি দিয়ে তাঁরা কাদের রিটেন করবে, সেই নিয়ে পূর্বাভাস দিয়েছে। সেইসব ইমোজি দেখে অনেকেই রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিংহ ধোনি, মাথিশা পাথিরানাদের সঙ্গে রবীন্দ্র জাডেজাও থাকবেন বলে অনুমান করলেও, রিপোর্টে দাবি করা হচ্ছে সিএসকে জাডেজাকে রিটেন করবে কি না, তা নির্ভর করবে ঋষভ পন্থের (Rishabh Pant) ওপর।
ধোনি যে নিজের কেরিয়ারের একেবারে শেষবেলায় উপনীত হয়েছেন, তা বলাই বাহুল্য। ধোনি-পরবর্তী জমানার জন্য আগেভাগেই প্রস্তুতি নিচ্ছে হলুদ ব্রিগেড। খবর অনুযায়ী পন্থ এবার আইপিএলের মেগা নিলামে উঠতে চলেছেন। শোনা যাচ্ছে, দিল্লি ক্যাপিটালসের যে রিটেনশন তালিকা তৈরি করেছে, সেখানে নেই পন্থের নাম। যিনি গত মরশুমেও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ছিলেন। পন্থ নিজেও সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিত দিয়েছেন যে, তিনি নিলামে উঠতে পারেন। ভক্ত, অনুরাগীদের চেয়ে তিনি সোশ্যাল মিডিয়ায় জানতে চেয়েছিলেন, নিলামে উঠলে কত দাম তিনি পেতে পারেন। তারপর থেকেই পন্থ ও দিল্লি বিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে।
শোনা যাচ্ছে, অধিনায়ক বদলের ব্য়াপারেও সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ। অধিনায়ক হিসাবে অক্ষর পটেলের কথা ভাবা হচ্ছে। আর সেটা জানতে পেরেই দল ছাড়ার ব্যাপারে তৎপর হয়েছেন পন্থ। আর্থিক চুক্তি নিয়েও নাকি দিল্লি ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে পন্থের। এরপরেই তিনি দল ছেড়ে নিলামে ওঠার সিদ্ধান্ত নিয়েছেন।
সিএসকে কর্তৃপক্ষ মনে করছে পন্থকে দল নিতে ২০ কোটি টাকার মতো প্রয়োজন হবে। সেক্ষেত্রে জাডেজাকে রিটেন করা সম্ভবপর নয়। সেই কারণেই তারকা ক্রিকেটারক ছাড়তে চাইছে হলুগ ব্রিগেড। তবে পন্থকে না পেলে সেক্ষেত্রে জাডেজাকে আরটিএম দিয়ে পুনরায় দলে নেওয়ার সুযোগ তো আছেই। সেই ভেবেই নিজেদের পরিকল্পনা সাজাচ্ছে সিএসকে। তবে গোটা বিষয়ে নিশ্চিত হতে আজ বিকেল অবধি অপেক্ষা।
আরও পড়ুন: আজই প্রকাশিত হবে আইপিএলের রিটেনশন তালিকা, কখন-কোথায় দেখবেন মেগা ইভেন্ট?