IPL Retention 2025: আজই প্রকাশিত হবে আইপিএলের রিটেনশন তালিকা, কখন-কোথায় দেখবেন মেগা ইভেন্ট?
IPL 2025: আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলি রিটেনশন ও আরটিএম মিলিয়ে মোট পাঁচজন ক্রিকেটারকে ধরে রাখতে পারবে বলে আগেই জানিয়ে হয়েছে আইপিএল কর্তৃপক্ষের তরফে।
নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই আইপিএলের (IPL 2025) ফ্র্যাঞ্চইজিগুলি কোন তারকাদের রিটেন করবে, কাদের ছেড়ে দেবে, কাদের নাম উঠবে মেগা নিলামে, সেই নিয়ে জল্পনা কল্পনা চলছিলই। সেই জল্পনা অবেশেষ শেষ হতে চলেছে। চলে এসেছে রিটেনশন (IPL Retention 2025) তালিকা প্রকাশের দিন। কোন তারকারা আইপিএল ২০২৫ সালেও আগের দলের জার্সি পরেই মাঠে নামবেন?
রিটেনশন তালিকা প্রকাশের ডেডলাইন কখন?
আজ, অর্থাৎ ৩১ অক্টোবর বিকেল ৫টার মধ্যে ১০ ফ্র্যাঞ্চাইজিকে রিটেনশনের তালিকা প্রকাশ করে দিতে হবে।
কোথায় দেখবেন রিটেনশন প্রকাশ তালিকা?
ক্রিকেটপ্রেমীরা এক নয়, একাধিক চ্যানেলে এই রিটেনশন তালিকা প্রকাশের অনুষ্ঠানটি দেখতে পারবেন। স্টার স্পোর্টস এবং স্পোর্টস ১৮ নেটওয়ার্কে সরাসরি এই রিটেনশন তালিকা প্রকাশের অনুষ্ঠানটির সম্প্রচার করা হবে।
কখন শুরু?
এই অনুষ্ঠানটি শুরু হবে বৃহস্পতিবার ৩১ অক্টোবর, ভারতীয় সময় বিকেল ৪টে থেকে।
অনলাইনে কীভাবে দেখবেন অনুষ্ঠান?
টিভির সামনে বসার সুযোগ না থাকলেও কিন্তু চিন্তা নেই। দর্শকরা আইপিএলের রিটেনশন তালিকা প্রকাশ সরাসরি জিও সিনেমা অ্যাপ এবং ওয়েবসাইটে দেখতে পারবেন। সেই স্ট্রিমিং শুরু হবে বিকেল ৪.৩০টে থেকে।
এবারের রিটেনশন তালিকা প্রকাশের দিকে সকলেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছেন। কারণ একটাই। এই রিটেনশনের পরে আয়োজিত হবে মেগা নিলাম। এই নিলামে এবারে কিন্তু বড় বড় তারকাদের নাম দেখতে পাওয়ার সম্ভাবনা প্রবল। সেই তালিকায় একদিকে যেমন ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব রয়েছেন, তেমনই রয়েছে রোহিত শর্মা, কেএল রাহুল, ঋষভ পন্থদের থাকার সম্ভাবনা। এমনকী যা খবর, তাতে গতবারে আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়স আইয়ারও নাকি রিটেনশন তালিকায় থাকবেন না।
ঘটনা হচ্ছে, কেকেআর অধিনায়ক হিসাবে ভারতীয় কাউকেই দায়িত্ব দিতে চায়। যে কারণে শ্রেয়সই ছিল দলের প্রথম পছন্দ। বিশেষ করে গত আইপিএলে তাঁর নেতৃত্বে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর। তবে শোনা যাচ্ছে, আরও কয়েকটি দল ভেতর ভেতর শ্রেয়সের সঙ্গে কথা বলেছে। তাঁকে প্রস্তাব দিয়েছে।
শোনা যাচ্ছে, কেকেআরে থাকতে বাড়তি দর চেয়েছিলেন শ্রেয়স। যে দামের প্রস্তাব তিনি অন্য দল থেকে পেয়েছেন। কিন্তু ফর্ম, ফিটনেস মিলিয়ে শ্রেয়সকে সেই দাম দিতে রাজি হয়নি কেকেআর, খবর সূত্রের। এই কারণেই শ্রেয়স ও কেকেআরের বিচ্ছেদ ঘটতে চলেছে। তবে গোটা বিষয়ে নিশ্চিত হতে আর একটু অপেক্ষা করতেই হবে।
আরও পড়ুন: পাকিস্তানে দেশের প্রতিনিধিত্ব করতে ব্যস্ত স্টোকস, তখনই তাঁর বাড়িতে ঘটে গেল দুঃসাহসিক ডাকাতি