IPL Retention: আইপিএল নিয়ে বড় আপডেট, কোন দলে গেলেন জাডেজা-সঞ্জু-শামি? সকালেই ঘোষণা
IPL 2026: সকালে ইডেনে ভারত যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট যুদ্ধে নেমেছে, তখন প্রকাশিত হল ট্রেডিং আপডেট। ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দিল, কোন ক্রিকেটারকে ট্রেডিং মারফত নিচ্ছে কোন দল।

কলকাতা: এই দিনটির জন্য অপেক্ষা করেছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। আজ, শনিবার, ১৫ নভেম্বর প্রকাশিত হবে আইপিএলের রিটেনশন (IPL Retention) তালিকা। কোন দল কোন কোন ক্রিকেটারকে ছেড়ে দিচ্ছে, কাদের ধরে রাখা হচ্ছে, ট্রেডিং করা হচ্ছে কাদের, সেই তালিকা প্রকাশিত হবে আজ।
সকালে ইডেন গার্ডেন্সে ভারত যখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট যুদ্ধে নেমেছে, তখন প্রকাশিত হল ট্রেডিং আপডেট। ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়ে দিল, কোন ক্রিকেটারকে ট্রেডিং মারফত নিচ্ছে কোন দল।
সবচেয়ে বেশি আলোচনা চলছিল দুই ক্রিকেটারকে নিয়ে। রবীন্দ্র জাডেজা ও সঞ্জু স্যামসন। শোনা যাচ্ছিল, চেন্নাই সুপার কিংস তাদের বহু দিনের সৈনিক জাডেজাকে ছেড়ে দিতে পারে। জাডেজা কোন দলে যোগ দেল, তা নিয়েও চলছিল জল্পনা।
শনিবার সকালে ঘোষণা করে দেওয়া হল, পরের আইপিএলে কোন দলের জার্সিতে দেখা যাবে স্যর জাডেজাকে। রবীন্দ্র জাডেজাকে ছেড়েই দিল সিএসকে। আগামী আইপিএলে রাজস্থান রয়্যালসের জার্সিতে দেখা যাবে স্পিনার অলরাউন্ডারকে। ১২ মরশুম চেন্নাইয়ের হয়ে খেলেছেন জাডেজা। আড়াইশোর ওপর ম্যাচ খেলেছেন। পরের আইপিএলের আগে রাজস্থানে যোগ দিলেন। চেন্নাইয়ে তিনি ছিলেন ১৮ কোটি টাকায়। ১৪ কোটি টাকায় যোগ দিলেন রাজস্থান রয়্যালসে।
জাডেজাকে পেতে সঞ্জু স্যামসনকে চেন্নাইয়ের হাতে তুলে দিল রাজস্থান রয়্যালস। গত মরশুম পর্যন্ত রাজস্থানের অধিনায়ক ছিলেন সঞ্জু। তবে পরের আইপিএলে তাঁকে দেখা যাবে মহেন্দ্র সিংহ ধোনিদের দলে। ১৮ কোটি টাকায় তাঁর সঙ্গে রাজস্থানের চুক্তি ছিল। চেন্নাইও সেই দামেই নিল তাঁকে। ১৭৭ আইপিএল ম্যাচ খেলা স্যামসনের তৃতীয় দল হবে চেন্নাই। এর আগে তিনি দিল্লি ক্যাপিটালসের হয়েও খেলেছেন।
জাডেজার পাশাপাশি অলরাউন্ডার স্যাম কারানকেও চেন্নাই থেকে নিল রাজস্থান। ২৭ বছর বয়সী ক্রিকেটারকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় নিল রাজস্থান।
সানরাইজার্স হায়দরাবাদ ট্রেডিং উইন্ডো মারফত মহম্মদ শামিকে তুলে দিল লখনই সুপার জায়ান্টসের হাতে। তিনি ১০ কোটি টাকা পেতেন হায়দরাবাদে। সেই দামেই তাঁকে নিল লখনউ।
লেগস্পিনার মায়াঙ্ক মারকাণ্ডেকে নিল মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর থেকে। কলকাতা নাইট রাইডার্সে ৩০ লক্ষ টাকায় ছিলেন। সেই দামেই তাঁকে ফেরাল মুম্বই। ৩০ লক্ষ টাকায় মুম্বই থেকে অর্জুন তেন্ডুলকরকে নিল লখনউ। রাজস্থান রয়্যালস থেকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় নীতীশ রানাকে নিল দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালস থেকে ডোনোভান ফেরেরাকে নিল রাজস্থান।
















