KL Rahul: অপমান না সয়ে ঘরের ছেলে ঘরে ফিরুক, আরসিবির ম্য়াচে গ্যালারি থেকেই আর্জি রাহুলকে
IPL 2024: কে এল রাহুলকে মাঠেই সবার সামনে কথা শুনিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা। যেই ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতেই ছিছি পড়ে যায় চারিদিকে।
বেঙ্গালুরু: লখনউ সুপারজায়ান্টসের সঙ্গে তবে কি সত্যিই গাঁটছড়া ভাঙতে চলেছেন কে এল রাহুল (KL Rahul)? আজ দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে খেলতে নামবে লখনউ শিবির (Lucknow Supergiants)। আগের ম্য়াচে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে লজ্জর হারের পর কে এল রাহুলকে মাঠেই সবার সামনে কথা শুনিয়েছিলেন ফ্র্যাঞ্চাইজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা (Sanjiv Goenka)। যেই ছবি সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতেই ছিছি পড়ে যায় চারিদিকে। এভাবে একজন জাতীয় দলের ক্রিকেটারকে দলের খারাপ পারফরম্য়ান্সের জন্য সর্বসমক্ষে মালিকের কথা শোনানো কেউই সমর্থন করেননি। এরপরই চারিদিকে শোরগোল পরে যায়। লখনউ মালিকের সমালোচনা করতে থাকেন প্রাক্তন ক্রিকেটাররাও। সবারই একটাই বক্তব্য ছিল যে মালিক ও দলের অধিনায়কের এই কথপোকথন ঘরের ভেতরে হলেই ভাল হত। মাঠে সবার সামনে নয়।
"We are trying to build a really solid & competitive franchise" - @klrahul on building a squad with the blend of experience & youth! 👏🏼🫡
— Star Sports (@StarSportsIndia) May 14, 2024
Watch him in action in this #Race2PlayoffsWeekOnStar as he takes on Delhi at their home ground tonight! ⚔️
How will the skipper of Lucknow… pic.twitter.com/R58dwyaBh4
এদিকে আরসিবি তাঁদের শেষ ম্যাচ খেলেছিল দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। যেই ম্য়াচ জিতে পয়েন্ট টেবিলে পাঁচে উঠে এসেছিলেন ফাফ ডু প্লেসিরা। সেই ম্য়াচেই গ্যালারিতে বেশ কয়েকজন আরসিবি সমর্থককে দেখা যায় ব্যানার হাতে। সেখানে দেখা যায় লেখা আছে যে '২০২৫ আইপিএলে আরসিবিতে স্বাগত কে এল রাহুল'।
#KLRahul Craze in Bengaluru 🔥
— Captain on your left ( Inactive ) (@Captainsurya11) May 13, 2024
Hope He comes back to #RCB Next year in 2025 🥹
Your Home Team Your Home Ground Your Home Public is waiting
Please Dont Betray Us @klrahul
🙏🥹 pic.twitter.com/YL8idingXr
উল্লেখ্য, আরসিবির জার্সিতেই আইপিএলে অভিষেক হয়েছিল কে এল রাহুলের ২০১৩ সালে। এরপর সানরাইজার্স হায়দরাবাদে এসে ২০১৪, ২০১৫ দুটো মরশুমে খেলেন তিনি। ২০১৬ মরশুমে ফের আরসিবিতে যোগ দিয়েছিলেন ডানহাতি ব্যাটার। ২০১৭ মরশুমে চোটের জন্য খেলতে পারেননি তিনি। এরপর কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক হিসেব আইপিএলে যোগ দেন ফের। সেখানেই ২০২১ মরশুম পর্যন্ত ছিলেন তিনি। অবশেষে ২০২১ মরশুমে লখনউ সুপারজায়ান্টস তাঁকে দলে নিয়ে অধিনায়ক নির্বাচিত করে।