MI vs RCB: পাতিদার, ফাফের হাফসেঞ্চুরি, কার্তিকের দুরন্ত ফিনিশং, বুমরার ৫ উইকেট সত্ত্বেও RCB-র সংগ্রহ ১৯৬
Jasprit Bumrah: আরসিবির বিরুদ্ধে প্রথম বোলার হিসাবে যশপ্রীত বুমরা পাঁচ উইকেট নিলেন। চার ওভারে খরচ করলেন মাত্র ১৯ রান।
মুম্বই: ওয়াংখেড়ের মাঠে আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ান্সের (MI vs RCB) ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্ণ সম্ভাবনা ছিল। প্রথম ২০ ওভারে কিন্তু সেই টানটান লড়াই দেখাও গেল। ফাফ ডু প্লেসি (Faf du Plessis) এবং রজত পাতিদার (Rajat Patidar) ব্যাট হাতে অনবদ্য অর্ধশতরান হাঁকালেন। জবাবে আরসিবির বিরুদ্ধে প্রথম বোলার হিসাবে পাঁচ উইকেট নিলেন যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কিন্তু শেষমেশ 'ফিনিশার' ডিকের সৌজন্যে ১৯৭ রানের বেশ বড় টার্গেট মুম্বইয়ের সামনে রাখল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
এদিন টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বই অধিনায়ক হার্দিক। বল হাতে পল্টনদের হয়ে শুরুটা অনেকটা স্বপ্নের মতোই করেন দলের তুরুপের তাস যশপ্রীত বুমরা। কেরিয়ারে পঞ্চমবার বিরাট কোহলিকে ফেরান বুমরা। টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক মাত্র তিন রানেই ফেরেন। নিজের অভিষেক ম্যাচে উইল জ্যাকসও আট রানের বেশি করতে পারেননি। তাঁর উইকেট নেন আকাশ মাধওয়াল। ২৩ রানে দুই উইকেট হারিয়ে ফেলে আরসিবি। পাওয়ার প্লেতে ৪৪ রান তোলে আরসিবি।
তবে তৃতীয় উইকেটে দলের হাল ধরেন পাতিদার ও ডু প্লেসি। দুই তারকারই রানের খড়ার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তবে দুইজনকেই ব্যাটিং সহায়ক মুম্বইয়ের পিচে বেশ ছন্দে দেখায়। জেরাল্ড কোয়েৎজের বিরুদ্ধে পরপর দুই বলে দুই ছক্কা হাঁকিয়ে ২৫ বলে অর্ধশতরান পূরণ করেন পাতিদার। ১২ ওভারে আরসিবি ১০০ রানের গণ্ডি পার করে। তবে অর্ধশতরানের পরের বলেই কোয়েৎজের বাউন্সারে সাজঘরে ফেরেন পাতিদার। গ্লেন ম্যাক্সওয়েলের দুঃস্বপ্নের মতো আইপিএল অব্যাহত থাকে। তিনি খাতাই খুলতে পারেননি। ডু প্লেসি অবশ্য নিজের ইনিংস চালিয়ে যান। অর্ধশতরান করেন।
তবে বুমরার বলে বড় শট হাঁকাতে গিয়ে ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে পারেননি আরসিবি অধিনায়ক। লং অন থেকে ছুটে এসে দুরন্ত ক্যাচ ধরলেন টিম ডেভিড। ৬১ রানে শেষ হয় ডু প্লেসির ইনিংস। ঠিক পরের বলেই বুমরার ঠিকানা লেখা ইয়র্কারের সামনে পরাস্ত হন মাহিপাল লোমরোরও। ১৯তম ওভারে বলে এসে ফের জোড়া উইকেট নেন বুমরা। পূর্ণ করেন পাঁচ উইকেট। তবে গত ওভারের মতো এবারেও তিনি হ্যাটট্রিক করতে পারেননি।
একদিকে বুমরার আগুনে বোলিংয়ে যেখানে আরসিবি ব্যাটাররা বিপাকে পড়ছিলেন। তিনি দীনেশ কার্তিক অপরপ্রান্তে দাঁড়িয়ে সুযোগের অপেক্ষা করছিলেন। শেষ ওভারে সেই সুযোগও পেলেন তিনি। আকাশ মাধওয়ালের বিরুদ্ধে ১৯ রান তোলেন ডিকে। ২২ বলে পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। দুশো রানের দোরগোড়ায় থামে আরসিবি ইনিংস। তাদের সংগ্রহ ১৯৬/৮। আরসিবির বোলাররা ব্যাটিং সহায়ক পিচে এই রান ডিফেন্ড করতে পারেন কি না, এবার সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: একবেলা খাবার জোটাতে আম্পায়ারিং করতেন, সকালে রান করে বিকেলে বাদ! আইপিএল তারকার অজানা গল্প