CSK vs PBKS: পাঞ্জাবের পাঞ্জা, নাগাড়ে পাঁচ ম্যাচে সিএসকেকে হারাল কিংসরা
IPL 2024: ১৩ বল বাকি থাকতেই হলুদ ব্রিগেডের বিরুদ্ধে সাত উইকেটে কার্যত হেসেখেলে জয় পেল পাঞ্জাব কিংস।
চেন্নাই: সিএসকের ঘরের মাঠে কার্যত হেসেখেলে জয় পেল পাঞ্জাব কিংস (CSK vs PBKS)। ১৬৩ রান তাড়া করতে নেমে রাইলি রুসো (Rilee Rossouw) ও জনি বেয়ারস্টোর (Jonny Bairstow) ব্যাটে ভর করে সহজ জয় পেল পাঞ্জাব কিংস। ১৩ বল বাকি থাকতে সাত উইকেটে জয় পেলেন বেয়ারস্টোরা।
চেন্নাইয়ের প্রথম ইনিংসে রুতুরাজদের ব্যাটে বলে সঠিক সংযোগ ঘটাতে বেশ বেগ পেতে হচ্ছিল। কিন্তু দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাবে ব্যাটিং খানিকটা সহজ হয়। সেটা বেয়ারস্টো-রুসোর স্ট্রোক খেলার বহর দেখেই বোঝা যাচ্ছিল। প্রভসিমরণ সিংহ ১৩ রানে শুরুতেই আউট হয়ে যান। ১৯ রানেই পাঞ্জাবের ওপেনিং পার্টনারশিপ ভাঙে। তবে বেয়ারস্টো এবং রুসো দুরন্ত ৬৪ রানের পার্টনারশিপ গড়েন।
গত ম্য়াচেই কেকেআরের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন বেয়ারস্টো। এদিনও তিনি ছন্দে ছিলেন। অর্ধশতরানের দিকে দ্রুত অগ্রসর হচ্ছিলেন বেয়ারস্টো। তবে শিবম দুবে অর্ধশতরানের দোরগোড়ায় বেয়ারস্টোর ইনিংস থামান। ৪৬ রানে সাজঘরে ফিরতে হয় ইংল্যান্ড ব্যাটারকে। বেয়ারস্টো আউট হওয়ার পর খুব বেশিদূর এগোতে পারেননি রুসোও। তিনি ২৩ বলে ৪৩ রান করে সাজঘরে ফেরেন। উইকেট পান শার্দুল ঠাকুর। ১১৩ রানে তিন উইকেট হারিয়ে ফেলে পাঞ্জাব। দুই সেট ব্যাটার আউট, এই পরিস্থিতিতে সিএসকে ম্যাচে ফেরার আশায় ছিল। কিন্তু তেমনটা হয়নি।
১৪তম ওভারেই ১৩ রান খরচ করে শার্দুল ঠাকুর। পরের ওভার মুস্তাফিজুর রহমান মেডেন দিলেও, শেষ পাঁচ ওভারে জয়ের জন্য মাত্র ২৮ রানের প্রয়োজন ছিল। শেষমেশ দুরন্ত পরিপক্কতা দেখিয়ে স্যাম কারান ও শশাঙ্ক ৫০ রানের পার্টনারশিপে দলের জয় সুনিশ্চিত করেন। কারান ২৬ ও শশাঙ্ক ২৫ রানে অপরাজিত থাকেন।
Third away win of the season for #PBKS as they ease past #CSK by 7 wickets 👏
— IndianPremierLeague (@IPL) May 1, 2024
The comprehensive win keeps their hopes alive for a spot in the 🔝4️⃣
Scorecard ▶️ https://t.co/EOUzgkMFN8 #TATAIPL | #CSKvPBKS pic.twitter.com/OUIEajRVgO
এই জয়ের সুবাদে কঠিন হলেও, পাঞ্জাবের প্লে-অফে পৌঁছনোর ভাগ্য এখনও তাঁদের হাতেই রয়েছে। অপরদিকে, সিএসকের ক্ষেত্রে পরিসংখ্যানটা একটু জটিল হল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: নাইট শিবিরে বড় ধাক্কা, চলতি মরশুমে দলের সর্বোচ্চ রানসংগ্রাহককে প্লে-অফে পাবে না কেকেআর