KKR vs RR Score LIVE: রাজস্থানকে হারিয়ে প্লে অফ প্রায় নিশ্চিত কলকাতা নাইট রাইডার্সের
IPL 2021 KKR vs RR Cricket Score LIVE: শারজায় আজ কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি রাজস্থান রয়্যালস। প্লে অফে উঠতে হলে এই ম্যাচে জিততেই হবে অইন মর্গ্যান বাহিনীকে।

Background
শারজা: রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বৃহস্পতিবার অগ্নিপরীক্ষা কলকাতা নাইট রাইডার্সের। যে ম্যাচ জিতলে সরাসরি প্লে অফের যোগ্যতা অর্জন করে ফেলবে কেকেআর। হারলেও সুযোগ থাকবে। নেট রান রেট ভাল থাকায় ১২ পয়েন্ট নিয়েও প্লে অফে পৌঁছে যেতে পারে শাহরুখ খানের দল। তবে সেক্ষেত্রে অন্য ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করে থাকতে হবে নাইটদের। সব মিলিয়ে কেকেআরের ভাগ্য নির্ধারিত হয়ে যেতে পারে বৃহস্পতিবারই।
রাজস্থানের বিরুদ্ধে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে কি আন্দ্রে রাসেল ও লকি ফার্গুসনকে পাবে কেকেআর? বুধবারই তার ইঙ্গিত পাওয়া গেল। চোটের জন্য দুই তারকাই খেলতে পারছিলেন না। তবে গ্রুপ পর্বে শেষ ম্যাচের আগে স্বস্তি পেতে পারেন নাইট ভক্তরা। কারণ, দুই তারকাই চুটিয়ে প্র্যাক্টিস করেছেন। বুধবার রাসেল ও লকির প্র্যাক্টিসের ছবি পোস্ট করে কেকেআর। সঙ্গে ইঙ্গিতপূর্ণভাবে লেখা, 'রাসেল কোথায়? লকি কোথায়? ওরা ট্রেনিংয়ের মাঠে, সর্বস্ব উজাড় করে দিচ্ছে'।
KKR vs RR Score LIVE UPDATE: ম্যাচ জিতে প্লে অফ প্রায় নিশ্চিত নাইটদের
কফিনে শেষ পেরেক পুঁতলেন শিভম মাভি। রাজস্থান বধ করে প্লে অফ প্রায় নিশ্চিত নাইটদের।
KKR vs RR Score LIVE: রান আউট সাকারিয়া
রাজস্থানের নবম উইকেটের পতন। রান আউট সাকারিয়া।




















