Kolkata Knight Riders: উদ্বেগের অবসান! অবশেষে শহরে ফিরলেন কেকেআর তারকারা
KKR News: সুযোগের সদ্ব্যবহার করে কেকেআর তারকারা বারাণসীতে কাশী বিশ্বনাথ মন্দির পরিদর্শনের পাশাপাশি গঙ্গার ঘাটে সূর্যোদয়ও দেখেন।
কলকাতা: প্রবল অনিশ্চিয়তা, উদ্বেগের অবসান। অবশেষে শহরে নামল বিমান। কলকাতায় ফিরলেন কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ক্রিকেটাররা। ইতিমধ্যেই কলকাতায় ফিরে নিজেদের টিম হোটেলেও প্রবেশ করেছেন কেকেআর তারকারা। তবে গোটা বিষয়টাই হল নির্ধারিত সময়ের প্রায় একদিন পর।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মাঠের পর কলকাতা নাইট রাইডার্সের গোটা দলের কালই শহরে ফেরার কথা ছিল। তবে কাল যেখানে মহানগরী স্বস্তির বৃষ্টিতে ভিজছিল, তখনই সেই ঝড়বৃষ্টি নাইটদের কাল হয়ে দাঁড়ায়। কালবৈশাখীর জেরে নাইটদের বিমান শহরে নামতেই পারেনি। সোমবার বিকেল ৫.৪৫-এ লখনউ বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে পাড়ি দেয় কেকেআরের বিশেষ বিমান। সন্ধ্যা ৭.২৫-এ শ্রেয়স, নারাইন, বরুণ চক্রবর্তীদের কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু ঝড়বৃষ্টির জন্য কলকাতায় বিমান নামানো সম্ভব হয়নি। বিমান ঘুরিয়ে শ্রেয়স-সুনীলরা যান পাশের রাজ্য অসমের গুয়াহাটিতে। সেখানেই বিমান নামে।
রাত দশটায় আবহাওয়ার উন্নতি হওয়ার পর গুয়াহাটি থেকে কলকাতায় ফেরার সবুজ সংকেত পায় কেকেআরের বিমান। তবে সেক্ষেত্রেও বিমান অবতরণ করতে ব্যর্থ হয়। আকাশে চক্কর কেটে শেষমেশ বারাণসীতে উড়িয়ে নিয়ে যাওয়া হয় বিমান। সেখানেই তাজ গঙ্গা হোটেলে রাত্রিবাস করেন ক্রিকেটাররা। তারপর আজ দুপুর এক ১.১৫-র ফ্লাইটে ফের একবার কলকাতার উদ্দেশে রওনা দেয় কেকেআর দল। বিগত দুইবার ব্যর্থ হলেও এবার অবশেষে এল সাফল্য। কেকেআর তারকারা সকলেই সুস্থভাবে শহরে ফিরেছেন।
God’s Plan 🙏
— KolkataKnightRiders (@KKRiders) May 7, 2024
Plane diverted to Guwahati first, and then Varanasi because of bad weather in Kolkata...which meant our boys could grab the opportunity to visit Shri Kashi Vishwanath Mandir and the holy Ganga Ghat at sunrise 🛕🌞 pic.twitter.com/f2Ii519psK
তবে এর ফাঁকে সুযোগের সদ্ব্যবহার করেন কেকেআর তারকারা। বারাণসীতে জনাকয়েক নাইট ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার পাশাপাশি গঙ্গা ঘাটে সূর্যোদয়ের মনোরম দৃশ্যও উপভোগ করেন। এই তালিকায় সামিল ছিলেন অনুকূল রায়, বৈভব আরোরা, বরুণ চক্রবর্তী, চেতন সাকারিয়া, মণীশ পাণ্ডে, কেএস ভরত, শার্ফেন রাদারফোর্ড। সহকারী কোচ রায়ান টেন দুশখাতে, ফিজিও প্রশান্ত পঞ্চদারাও সাকারিয়াদের সঙ্গেই ছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আইপিএলের মাঝপথেই দেশে ফিরলেন কেকেআর তারকা