Lucknow Super Giants Logo: পুনে ওয়ারির্য়সের ছায়া, লখনউ সুপারজায়ান্টসের লোগো উন্মােচনেই বিতর্ক
Lucknow Super Giants Logo: নিজেদের লোগো প্রকাশ করে ফেললে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপারজায়ান্টস। তবে সঞ্জীব গোয়ঙ্কার এই দলের লোগো নিয়েই প্রথম দিনেই বিতর্ক।
লখনউ: আসন্ন আইপিএলে ১০ দলের টুর্নামেন্ট হতে চলেছে। আর কয়েক দিন পরেই মেগা নিলাম হবে। তার আগে নিজেদের লোগো প্রকাশ করে ফেললে নতুন ফ্র্যাঞ্চাইজি লখনউ সুপারজায়ান্টস। তবে সঞ্জীব গোয়ঙ্কার এই দলের লোগো নিয়েই প্রথম দিনেই বিতর্ক। ট্য়ুইটারে ভাইরাল হয়েছে এমন পোস্ট যে পুনে ওয়ারিয়র্সের সঙ্গেও না কি মিল রয়েছে লখনউয়ের লোগোতে।
Here's the story behind our identity. 🙌#LucknowSuperGiants #IPL pic.twitter.com/4qyuFeNgsR
— Lucknow Super Giants (@LucknowIPL) January 31, 2022
মহানিলামে’র আগেই লখনউ দল তাদের অধিনায়ক হিসেবে কে এল রাহুলকে বেছে নিয়েছিল। নতুন দুই দলের মধ্যে দলের নামকরণও এখনও পর্যন্ত তারাই করেছে শুধুমাত্র। এবারে লোগোও প্রকাশিত হয়ে গেল। ভারতীয় মুদ্রায় ১৭ কোটি টাকা দিয়ে রাহুলকে দলে নিয়েছে লখনউ (Lucknow IPL Team)। আইপিএলে এত দাম পেয়েছেন আর একজন মাত্র ক্রিকেটার। তিনি, বিরাট কোহলি। ২০১৮ সালে যাঁকে ১৭ কোটি টাকা দিয়ে সই করিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার সেই একই দাম পাচ্ছেন রাহুল।
রাহুলের পাশাপাশি লখনউ দলে নিয়েছে মার্কাস স্টোইনিস ও রবি বিষ্ণোইকে। এঁদের মধ্যে স্টোইনিসের জন্য ৯ কোটি ২০ লক্ষ টাকা ও আনক্যাপড ক্রিকেটার রবি বিষ্ণোইয়ের জন্য ৪ কোটি টাকা খরচ করেছে।
শুভমন গিলকে এবার ধরে রাখেনি কলকাতা। নিলামের টেবিলে তোলার পরিকল্পনা ছিল। সেখান থেকে যদি ফের কিছুটা কম অর্থের বিনিময়ে কিনে নেওয়া যায়, সেই ছিল পরিকল্পনা। কিন্তু সেই পরিকল্পনা ভেস্তে দিয়ে পঞ্জাবের তরুণকে দলে নিল আইপিএলের নতুন দল আমদাবাদ। আগামী আইপিএলে আমদাবাদের জার্সিতে দেখা যাবে দেশের অন্যতম প্রতিভাবান তরুণকে। নিলামের আগে মুম্বই ইন্ডিয়ান্স ছেড়ে দিয়েছিল হার্দিক পাণ্ড্যকে।
আরো পড়ুন: ''দলে লিডার হওয়ার জন্য অধিনায়ক হওয়ার দরকার নেই'', বলছেন বিরাট