Lucknow Super Gaints vs Chennai Super Kings: ডি কক, লুইসের ঝোড়ো ব্যাটিং, ৬ উইকেটে চেন্নাই বধ লখনউ সুপারজায়ান্টসের
IPL 2022, Match 7, LSG vs CSK: আজ নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে আজ ২২ গজে মুখোমুখি হচ্ছে লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Gaints) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)।

Background
মুম্বই স্টেডিয়াম: ২ টো দলকেই তাঁদের প্রথম ম্যাচে হারতে হয়েছে। আজ নিজেদের প্রথম জয়ের লক্ষ্যে আজ ২২ গজে মুখোমুখি হচ্ছে লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Gaints) ও চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। প্রথম ম্যাচে গুজরাত টাইটান্সের (Gujrat Titans) বিরুদ্ধে হারতে হয়েছে লখনউ সুপার জায়ান্টসকে। অন্যদিকে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে নিজেদের প্রথম ম্যাচে হারতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে। লখনউ এবার আইপিএলে প্রথমবার আত্মপ্রকাশ করেছে। কে এল রাহুলের নেতৃত্বে খেলতে নেমেছে এই দলটি। অন্যদিকে চেন্নাই সুপার কিংসও তাঁদের নতুন অধিনায়ক রবীন্দ্র জাডেজার অধীনে এবারের আইপিএলে যাত্রা শুরু করেছে।
মঈন অনুশীলনে
বৃহস্পতিবার কে এল রাহুলের লখনউ সুপারজায়ান্টসের বিরুদ্ধে নামছেন রবীন্দ্র জাডেজারা। সেই ম্যাচের আগে স্বস্তি ফিরল চেন্নাই শিবিরে। কারণ, কোয়ারেন্টিন পর্ব মিটিয়ে প্র্যাক্টিসে নেমে পড়লেন মঈন। নেটে তাঁকে বিধ্বংসী মেজাজে দেখা গিয়েছে। বড় শট খেলেছেন। যা দেখে উচ্ছ্বসিত চেন্নাইয়ের ভক্তরা।
চেন্নাই সুপার কিংসের টপ অর্ডার- রুতুরাজ গাইকোয়াড, রবীন উত্থাপ্পা, ডেভন কনওয়ে ও আম্বাতি রায়াডু প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন। যদিও দুরন্ত অর্ধ শতরান করে সেই ক্ষতে প্রলেপ দেন ধোনি।
বোলারদের ক্ষেত্রে, ভাল পারফর্ম করতে হবে লখনউ সুপার জায়ান্টসের অবেশ খানকে। তবে, ভাল অবস্থায় পাওয়া যাচ্ছে রবি বিষ্ণোইকে। যদিও মাঝের ওভারগুলিতে আরও বুদ্ধি খাটিয়ে বল করতে হবে তাঁকে। অন্যথা ফয়দা তুলে নিতে পারে সিএসকে-র ধ্বংসাত্মক ব্যাটিং অর্ডার।
LSG vs CSK Match: ফের হার সিএসকের
২১০ রান তাড়া করে জয়। ৩ বল বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরল লখনউ সুপার জায়ান্ট। টানা দ্বিতীয় হার সিএসকের।
LSG vs CSK Match: প্যাভিলিয়ন ফিরলেন হুডা
লখনউ সুপারজায়ান্টসের চতুর্থ উইকেটের পতন। জাডেজার হাতে ক্যাচ দিয়ে ফিরলেন দীপক হুডা।




















