LSG vs RCB IPL 2022n Live: ১৮ রানে লখনউকে হারিয়ে দিল আরসিবি
Lucknow Super Giants vs Royal Challengers Bangalore IPL 2022 Live: আইপিএল-এ আজ তিন নম্বরে থাকা লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে চার নম্বরে থাকা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের লড়াই।
LIVE
Background
মুম্বই: আজ আইপিএল-এ (IPL 2022) নভি মুম্বইয়ের (Navi Mumbai) ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে (DY Patil Sports Academy) কে এল রাহুলের (KL Rahul) লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) মুখোমুখি ফাফ দু প্লেসির (Faf Du Plesis) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। ম্যাচ শুরু সন্ধে সাড়ে সাতটা থেকে। এখনও পর্যন্ত দু’দলই ৬টি করে ম্যাচ খেলেছে। ৮ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে লখনউ। ৮ পয়েন্ট পেলেও, রান রেটে পিছিয়ে থাকায় ৪ নম্বরে আরসিবি। ফলে আজ হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।
টসে জিতে প্রথমে ফিল্ডিং লখনউয়ের
এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করছে লখনউ। এই ম্যাচে লখনউয়ের প্রথম একাদশে আছেন কে এল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, মণীশ পাণ্ডে, মার্কাস স্টোইনিস, দীপক হুডা, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ড্য, জেসন হোল্ডার, দুষ্মন্ত্য চামিরা, আবেশ খান ও রবি বিষ্ণোই।
আরসিবি-র প্রথম একাদশে আছেন ফাফ দু প্লেসি (অধিনায়ক), অনুজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, সূযশ প্রভুদেশাই, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক, ওয়ানিন্দু হাসারঙ্গা, হর্ষল পটেল, জশ হ্যাজেলউড ও মহম্মদ সিরাজ।
প্রথমবার আইপিএল-এ লখনউ
প্রথমবার আইপিএল-এর মঞ্চে খেলতে নেমেই নিজেদের জাত চিনিয়েছে লখনউ। রাহুলের নেতৃত্বে দুর্দান্ত ফর্মে রয়েছে তারা। অধিনায়ক হিসেবে আগে পাঞ্জাব কিংসের দায়িত্ব সামলালেও, দলকে ট্রফি এনে দিতে পারেননি রাহুল। কিন্তু এবার লখনউয়ের দায়িত্ব নিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে মরিয়া তিনি। আগের ম্যাচে দুর্দান্ত শতরান হাঁকিয়েছেন। অন্যদিকে, আরসিবি আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছে।
দুরন্ত ফর্মে কার্তিক
আরসিবির জার্সিতে দুর্দান্ত ফর্মে রয়েছেন দীনেশ কার্তিক। প্রতি ম্যাচেই রান করছেন এই উইকেটকিপার-ব্যাটার। নিজের লক্ষ্য সম্পর্কে বলতে গিয়ে কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক বলেছেন, ‘এটা সত্যি যে আমার একটা বড় লক্ষ্য রয়েছে। আমি অনেকদিন ধরে কঠিন অনুশীলনের মধ্যে দিয়ে যাচ্ছি। ভীষণ পরিশ্রম করছি। কখনও কখনও মানুষ তা বিশ্বাস করতে চায় না। কিন্তু আমার লক্ষ্য দেশের জন্য মাঠে নেমে স্পেশাল কিছু করার। দেশের জার্সিতে ফের খেলার জন্য় যা কিছু করতে হয়, সব কিছু করতে চাই চাই আমি। এই পারফরম্যান্সগুলো তারই একটা অংশ মাত্র।’
LSG vs RCB Live Score: পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আরসিবি
৭ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আইপিএল-এ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে আরসিবি।
IPL 2022, LSG vs RCB Live: ১৮ রানে হার লখনউয়ের
আরসিবি-র ৬ উইকেটে ১৮১ রানের জবাবে ৮ উইকেটে ১৬৩ রানে শেষ হল লখনউয়ের ইনিংস। ১৮ রানে জয় পেল আরসিবি।
LSG vs RCB Live Score: ৭ উইকেট হারাল লখনউ
২৪ রান করে আউট হয়ে গেলেন মার্কাস স্টোইনিস। ১৪৮ রানে ৭ উইকেট হারাল লখনউ।
IPL 2022, LSG vs RCB Live: ৬ উইকেট হারাল লখনউ
১৩ রান করে আউট আয়ূষ বাদোনি। ৬ উইকেট হারাল লখনউ।
LSG vs RCB Live Score: ৪২ রানে আউট ক্রুণাল
৪২ রান করে আউট হয়ে গেলেন ক্রুণাল পাণ্ড্য। ১০৮ রানে ৫ উইকেট হারাল লখনউ।