IPL: আইপিএলের সর্বকালীন দলের অধিনায়ক নির্বাচিত হলেন ধোনি, একাদশে কোহলি, ওয়ার্নারও
MS Dhoni:মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে চেন্নাই সুপার কিংস রেকর্ড পাঁচ পাঁচটি আইপিএল খেতাব জিতেছে।
নয়াদিল্লি: আইপিএল (IPL) ইতিহাসের সফলতম অধিনায়ক (যুগ্মভাবে) তিনি। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) অধীনেই চেন্নাই সুপার কিংস আইপিএলের একের এক মরশুমে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে। সেই ধোনিকেই আইপিএলের সর্বকালের সেরা দলের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হল।
ওয়াসিম আক্রম, ম্যাথু হেডেন, টম মুডি, ডেল স্টেইন এবং ৭০ জন সাংবাদিক মিলে আইপিএলের সর্বকালের সেরা দল বাছাই করতে বসেছিলেন। সেই প্যানেলই ২০০৮ সাল থেকে শুরু হওয়া বিশ্বের জনপ্রিয়তম ক্রিকেট লিগের সর্বকালীন সেরা একাদশ বাছতে গিয়ে ধোনিকে সেই দলের নেতৃত্বের দায়িত্ব দেন। ২০ ফেব্রুয়ারি আইপিএলের প্রথম নিলামের ১৬ বছর পূর্তি হবে। সেই উপলক্ষ্যেই সেরা আইপিএল একাদশ বাছার চেষ্টা করে হয়েছিল।
ধোনিকে সেরা একাদশের অধিনায়ক বাছাই করা প্রসঙ্গে স্টেইন বলেন, 'অধিনায়ক তো ধোনিরই হওয়ার কথা। বিশ্বকাপ, আইপিএল, চ্যাম্পিয়ন্স ট্রফি, ও সবকিছু জিতেছে। ও নেতা। এখানে যারা রয়েছেন সকলেই শীর্ষ স্তরের পারফর্মার এবং ওদের মাঠ ও মাঠের বাইরে ম্যানেজ করার জন্য এমন একজনের দরকার যে সবকিছু জিতেছে। তাই আমায় অধিনায়ক হিসাবে ধোনিকে বাছতেই হত।' ম্যাথু হেডেন তো শেন ওয়ার্নের উদাহরণ দিয়ে দাবি করেন যে ধোনি ক্রিকেটার-কোচ হিসাবেও দলে থাকতে পারে।
'এখানে তেমন কিছু ভাবনাচিন্তা করার প্রয়োজন হয়না। গোটা ভারতবর্ষকে জিজ্ঞেস করলেই ফলাফলটা এমনই হবে, সেই নিয়ে কোনও তর্কের অবকাশ নেই। হ্যাঁ, রোহিত শর্মাও ভাল নেতা। ও কড়া চ্যালেঞ্জ জানাতেই পারে। তবে আমি একটু সাহসী হয়ে ধোনিকেই দলের অধিনায়ক এবং কোচ হিসাবে নির্বাচিত করব। ২০০৮ সালে শেন ওয়ার্নও অধিনায়ক এবং কোচ হিসাবে আর আরকে খেতাব জিতিয়েছিল। আমার মনে হয় ধোনিও কোচের দায়িত্ব পালন করতেই পারে।'
বাছাই করা এই দলের ওপেনারের ভূমিকায় অস্ট্রেলিয়ার তারকা ডেভিড ওয়ার্নার এবং বিরাট কোহলিকে রাখা হয়েছে। 'ইউনিভার্স বস' ক্রিস গেলকে ওপেনিং নয়, বরং ব্যাটিং লাইন আপে তিনে রাখা হয়েছে। দলের মিডল অর্ডারে সূর্যকুমার যাদব, 'মিস্টার আইপিএল' সুরেশ রায়না, মহেন্দ্র সিংহ ধোনি এবং এবি ডিভিলয়ার্স রয়েছেন। বোলিংয়ের ক্ষেত্রে তিন স্পিনার এবং দুই ফাস্ট বোলারের দিকে ঝুঁকেছে প্যানেল। একদা আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী লাসিথ মালিঙ্গা এবং যশপ্রীত বুমরার যেখানে দলে সুযোগ পেয়েছেন, সেখান দলে রয়েছেন কেকেআর তারকা সুনীল নারাইনও। বাকি দুই স্পিনার হিসাবে যুজবেন্দ্র চাহাল ও রশিদ খানকে একাদশে জায়গা দেওয়া হয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: কুমিল্লার অনুশীলনে মাথায় আঘাত মুস্তাফিজুরের, তড়িঘড়ি নিয়ে যাওয়া হল হাসপাতাল