এক্সপ্লোর
RCB Predicted Playing XI: অধিনায়ক কোহলি, ওপেনার ফিল সল্ট? আইপিএলের একাদশ সাজিয়ে ফেলল আরসিবি?
IPL 2025: সতেরো বছরের ইতিহাসে আইপিএল ট্রফি-হীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার নতুন করে দল সাজিয়েছে তারা। কেমন হতে পারে আরসিবির একাদশ?

কেমন হতে পারে আরসিবি-র একাদশ? - পিটিআই
1/12

সতেরো বছরের ইতিহাসে আইপিএল ট্রফি-হীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবার নতুন করে দল সাজিয়েছে তারা। কেমন হতে পারে আরসিবির একাদশ? শোনা যাচ্ছে, ফের নেতৃত্বের ব্যাটন উঠতে পারে বিরাট কোহলির হাতে।
2/12

কেকেআর ছেড়ে দেওয়ার পর ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার ফিল সল্টকে কিনেছে আরসিবি। তিনি ইনিংস ওপেন করতে পারেন।
3/12

ঘরোয়া ক্রিকেটে দুরন্ত ছন্দে রয়েছেন রজত পাতিদার। আরিসিবি-র ব্যাটিং অর্ডারে তিন নম্বরে খেলতে পারেন মধ্য প্রদেশের তরুণ।
4/12

জস বাটলারের অনুপস্থিতিতে সম্প্রতি সীমিত ওভারের ফর্ম্যাটে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন লিয়াম লিভিংস্টোন। তাঁকে চার নম্বরে নামাতে পারে আরসিবি।
5/12

ক্রুণাল পাণ্ড্যকে নিলাম থেকে কিনেছে আরসিবি। অলরাউন্ডার ক্রুণালকে পাঁচ নম্বরে নামিয়ে রান তোলার গতি বাড়াতে পারে আরসিবি।
6/12

ভারতীয় উইকেটকিপার জিতেশ শর্মা বিগহিটার। ডেথ ওভারে ঝড় তুলতে পারেন। ছয়ে দেখা যেতে পারে।
7/12

বিগহিটার টিম ডেভিডকে সাত নম্বরে নামাতে পারে আরসিবি। যিনি গত আইপিএলে ছিলেন মুম্বই ইন্ডিয়ান্সে।
8/12

স্যুইংয়ের রাজা ভুবনেশ্বর কুমার ব্যাট হাতেও কার্যকরী। সাতে খেলতে পারেন।
9/12

কেকেআর থেকে ছিনিয়ে নেওয়া স্পিনার সূয়স শর্মাকে ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামাতে পারে কোহলিদের দল।
10/12

পরে ব্যাটিং করলে দেবদত্ত পড়িক্কলকেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ব্যবহার করতে পারে আরসিবি।
11/12

পেস বিভাগের ভরসা যশ দয়াল। আরসিবির বোলিং আক্রমণের অন্যতম মুখ।
12/12

অস্ট্রেলিয়ার জশ হ্যাজলউড পেস বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন। সব মিলিয়ে এবার আরও শক্তিশালী দল গড়েছে আরসিবি। - পিটিআই
Published at : 08 Jan 2025 08:03 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement
ট্রেন্ডিং
