এক্সপ্লোর
Advertisement
Dhoni on Social Media: কোলে মেয়ে জীভা, 'ড্যাডি কুল' ধোনির ছবি ভাইরাল
বুধবার সন্ধেবেলা একটি ছবি পোস্ট করা হল জীভার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ছবিটিতে ধোনিকে দেখা যাচ্ছে রাঁচিতে তাঁর রিং রোডের বাগানবাড়িতে।
রাঁচি: বাবা মহেন্দ্র সিংহ ধোনি ব্যস্ত আইপিএলে। বুধবারই দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। কন্যা জীভা তো বাবাকে মিস করবেই। বুধবার সন্ধেবেলা একটি ছবি পোস্ট করা হল জীভার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। ছবিটিতে ধোনিকে দেখা যাচ্ছে রাঁচিতে তাঁর রিং রোডের বাগানবাড়িতে। পরনে স্লিভলেস টি-শার্ট। কোলে মেয়ে জীভা। তার হাতে আবার খেলনা পুতুল। ধুরন্ধর আর চূড়ান্ত পেশাদার 'ক্যাপ্টেন কুল' নয়, জোড়া বিশ্বকাপজয়ী জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক যেন ছবিতে 'ড্যাডি কুল'। ছবিটি ভাইরাল হতে সময় লাগল না। অনেকেই কমেন্ট করলেন, আইপিএল খেলতে ব্যস্ত বাবার জন্য় মন খারাপ ছোট্ট জীভার। সেই জন্য়ই হয়তো ধোনির সঙ্গে তোলা পুরনো ছবি পোস্ট করেছে সে।
চলতি আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছে ধোনির চেন্নাই সুপার কিংস। গত মরসুমে দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। অনেকেই মনে করেছিলেন, বয়সের ভার ধোনিদের পারফরম্যান্সে প্রভাব ফেলছে। তবে সমস্ত সমালোচনা ছুড়ে ফেলে এবার আইপিএলে টানা চার ম্যাচ জিতে দুরন্ত ছন্দে সিএসকে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে যখন বেসামাল দেশ, তখন রাজধানী দিল্লিতে আজ, বুধবার থেকে শুরু হল আইপিএল পর্ব। এবং সেই ম্যাচে মাঠে নেমে পড়েছেন ধোনিরা। মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লির ফিরোজ শাহ কোটলায় দুই দলেরই ঈর্ষণীয় রেকর্ড। দুই দলই এই মাঠে (বর্তমান নাম অরুণ জেটলি স্টেডিয়াম) আইপিএলে ৮টি করে ম্যাচ খেলে ৬টি করে ম্য়াচে জিতেছে। চেন্নাই প্রথম ম্যাচে হেরে যাওয়ার পর থেকে টানা চার ম্যাচ জিতে নামছে। ধোনি ব্রিগেডের কাছে টুর্নামেন্টে অপরাজিত তকমা ঘুচে গিয়েছে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরেরও। অন্যদিকে, হায়দরাবাদ ৫ ম্যাচের মধ্যে ৪টি হেরে গিয়েছে। বুধবারও কার্যত জয়ের পথেই এগচ্ছেন ধোনিরা। হায়দরাবাদের ১৭১/৩ স্কোর তাড়া করতে নেমে দুরন্ত শুরু করেছেন সিএসকে-র দুই ওপেনার ফাফ ডুপ্লেসি ও রুতুরাজ গায়কোয়াড়।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement