MI vs DC LIVE Score: স্টাবসের ব্যাটিং ঝড়েও জয় অধরা, বিধ্বংসী বোলিংয়ে মুম্বইকে মরশুমের প্রথম দুই পয়েন্ট এনে দিলেন কোয়েৎজে
IPL 2024, MI vs DC LIVE Score: বর্তমানে লিগ তালিকায় সবার নীচে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ঠিক তার ওপরের স্থানেই দিল্লি ক্যাপিটালস।
LIVE
Background
মুম্বই: ওয়াংখেড়ে স্টেডিয়াম, মুম্বই। ভারতীয় ক্রিকেটের একাধিক অমরগাথা লেখা হয়েছে যে মাঠে। ২০১১ সালের ২ এপ্রিল এই মাঠেই শ্রীলঙ্কাকে হারিয়ে মহেন্দ্র সিংহ ধোনিদের (MS Dhoni) বিশ্বকাপ জয়। তার ২ বছর পর এই মাঠেই কেরিয়ারের শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন সচিন রমেশ তেন্ডুলকর।
সেই মাঠেই শনিবার দেখা হয়ে গেল দুই পুরনো বন্ধুর। একজন কিংবদন্তি ব্যাটার। ভারতীয় দলের অধিনায়কও ছিলেন। তবে নেতৃত্বের চাপ ব্যাটিংয়ে প্রভাব ফেলছে এবং ব্য়াটিংয়ে আরও মনোনিবেশ করার জন্য নিজেই অধিনায়কের পদ ছেড়ে দেন তিনি। এবং, ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচকদের অধিনায়ক হিসাবে আর একজনের নাম সুপারিশ করেন।
সেদিনের সেই নেতৃত্ব ছাড়া ক্রিকেটার, কিংবদন্তি সচিন তেন্ডুলকর। আর তাঁর সুপারিশে যাঁকে অধিনায়ক করা হয়েছিল, পরবর্তীকালে তিনি জাতীয় দলের প্রবাদপ্রতিম অধিনায়ক হয়ে ওঠেন, তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়। একটা সময় ওয়ান ডে ক্রিকেটের বিশ্বখ্যাত ওপেনিং জুটি। শনিবার তাঁদের ফের দেখা হয়ে গেল ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএলের ম্যাচে মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) ও দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। এবং সেই ম্যাচে যুযুধান দুই শিবিরে বসবেন সচিন ও সৌরভ। সচিন এখন মুম্বই ইন্ডিয়ান্সের মেন্টর। সৌরভ দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট। তার আগের দিন সৌরভ ও সচিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে ভাইরাল।
যদিও আইপিএলের (IPL 2024) পয়েন্ট টেবিলের ছবি দেখলে দুই কিংবদন্তিই অস্বস্তিতে থাকবেন। কারণ, পয়েন্ট টেবিলের তলানিতে দুই দল। ৪ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। একটি ম্যাচে জয়। ২ পয়েন্ট সহ টেবিলে নয় নম্বরে রয়েছেন ঋষভ পন্থরা। মুম্বই আরও খারাপ জায়গায়। তিনটি ম্যাচে টানা পরাজয়। হারের হ্যাটট্রিক করে বসে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্ট টেবিলে খাতা খুলতে পারেনি এখনও। দশ দলের টুর্নামেন্টে দশ নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।
রবিবার অবশ্য দুই বন্ধু একে অন্যের প্রতিপক্ষ। শেষ হাসি হাসবেন কে?
MI vs DC Live: মুম্বইয়ের প্রথম জয়
শেষ ওভারে মাত্র চার রান খরচ করলেন জেরাল্ড কোয়েৎজে। নন স্ট্রাইকেই রয়ে গেলেন স্টাবস। ২৯ রানে মরশুমের প্রথম জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স। দিল্লির ইনিংস শেষ হল ২০৫/৮।
MI vs DC Live Updates: দু'শো পার
১৯তম ওভারে উঠল ২১ রান। দুশো রানের গণ্ডি পার করল দিল্লি। তবে শেষ ওভারে জয়ের জন্য আরও ৩৪ রানের প্রয়োজন।
MI vs DC Live: কঠিন লক্ষ্য
ক্রমেই প্রথম জয়ের দিকে এগিয়ে যাচ্ছে মুম্বই। কঠিন হচ্ছে দিল্লির লক্ষ্য়। শেষ তিন ওভারে জয়ের জন্য প্রয়োজন ৬৩ রান। তবে গত ম্যাচের পর ফের একবার এই ম্যাচে প্রভাবিত করলেন ট্রিস্টান স্টাবস। মাত্র ১৯ বলে অর্ধশতরান পূরণ করলেন তিনি। ১৭ ওভার শেষে দিল্লির স্কোর ১৭২/৪।
MI vs DC Live Updates: ছন্দে পৃথ্বী
আইপিএলের শুরুর দিকে সুযোগ পাচ্ছিলেন না তিনি। তবে আজ ব্যাট হাতে বেশ ছন্দেই পৃথ্বী। অর্ধশতরানের দোরগোড়ায় ৪৬ রানে ব্যাট করছেন তিনি। অভিষেক পোড়েলের সংগ্রহ ১২। ৮ ওভার শেষে দিল্লির স্কোর ৬৯/১।
MI vs DC Live: শেফার্ডের সাফল্য
ব্যাট হাতে ঝড় তুলেছিলেন। বল হাতে নিয়ে নিজের প্রথম ওভারেই সাফল্যও পেলেন রোমারিও শেফার্ড। ওয়ার্নারকে ১০ রানে আউট করলেন তিনি। চার ওভার শেষে স্কোর ২৪/১।