MI Vs PBKS, IPL 2022 LIVE: ব্যর্থ ব্রেভিস, সূর্যর লড়াই, ১২ রানে ম্যাচ জিতে নিল পাঞ্জাব
IPL 2022 Live: আইপিএলে (IPL) চলতি মরসুম ভাল যাচ্ছে না রোহিত-শর্মা নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। এর আগের চারটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে। আজ সামনে পাঞ্জাব কিংস।
LIVE
Background
পুনে: আইপিএলে (IPL) চলতি মরসুম ভাল যাচ্ছে না রোহিত-শর্মা নেতৃত্বাধীন মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians)। এর আগের চারটি ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে। এমনকী এখনও ঠিকঠাক প্রথম একাদশই তৈরি হয়নি। ব্যাটিং, বোলিং বা ফিল্ডিং- কোনওটিতেই নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছে এমআই। এই পরিস্থিতিতে আজ পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামছে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স।
এর আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে দুই জন বিদেশি খেলোয়াড় নামিয়েছিল- ডেওয়াল্ড ব্রেভিস ও কাইরন পোলার্ডকে। তাই এবার রিলে মেরেডিথ ও ফ্যাবিয়েন অ্যালেনকে দেখে নিতে পারেন রোহিত।
মুম্বই ইন্ডিয়ান্সের সম্ভাব্য প্রথম একাদশ:- ইশান কিষাণ (উইকেটকিপার), রোহিত শর্মা (ক্যাপ্টেন), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ডেওয়াল্ড ব্রেভিস, কায়রন পোলার্ড, ফ্যাবিয়ান অ্যালেন, মুরুগান অশ্বিন, জসপ্রীত বুমরাহ, টাইমাল মিলস, জয়দেব উদানকাট/বাসিল থাম্পি।
পাঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশ: শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগরওয়াল (ক্যাপ্টেন), জনি বেয়ারস্টো (উইকেটকিপার), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, শাহরুখ খান, ওডিন স্মিথ, কাগিসো রাবাদা, রাহুল চাহার, বৈভব আরোরা, অর্শদীপ সিং।
MI vs PBKS Live: ১২ রানে জয়ী পাঞ্জাব
শেষ ওভারে তিন উইকেট তুলে নিলেন ওডিয়েন স্মিথ। পাঞ্জাবের ১৯৮ রান তাড়া করতে নেমে ১৮৬/৯ স্কোরে আটকে গেল মুম্বই ইন্ডিয়ান্স। ১২ রানে জয়ী পাঞ্জাব।
MI vs PBKS: ৪৩ রান করে ফিরলেন সূর্যকুমার
৩০ বলে ৪৩ রান করে ফিরলেন সূর্যকুমার যাদব। ম্যাচ জিততে আর ৮ বলে ২২ রান চাই। মুম্বইয়ের স্কোর ১৭৭/৬।
MI vs PBKS Live: ১৬ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৫০/৪
১৬ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ১৫০/৪। ২৪ বলে ৪৯ রান চায ম্যাচ জিততে।
MI vs PBKS Live: ৪৯ রান করে আউট হলেন ডেওয়াল্ড ব্রেভিস
২৫ বলে ৪৯ রান করে আউট হলেন ডেওয়াল্ড ব্রেভিস। আগের বলেই তাঁর ক্যাচ ফেলেছিলেন বৈভব অরোরা। ১৯ বলে ৩৫ রান করে ক্রিজে তিলক বর্মা। মুম্বইয়ের স্কোর ১১৭/৩।
MI vs PBKS Live: এক ওভারে উঠল ২৯ রান
পুণেতে বেবি এবির ধামাকা। রাহুল চাহারকে এক ওভারে ৪টি ছক্কা মারলেন। সব মিলিয়ে এক ওভারে উঠল ২৯ রান। ৯ ওভারের শেষে মুম্বইয়ের স্কোর ৯২/২।