IPL Auction: IPL নিলাম নিয়ে ভবিষ্যদ্বাণী মঞ্জরেকরের, 'বাবাজির জয়...' কটাক্ষের সুরে জবাব মহম্মদ শামির
Mohammed Shami: দুই কোটি টাকার বেস প্রাইসে এবারের নিলামে নাম লিখিয়েছেন তারকা ফাস্ট বোলার মহম্মদ শামি।
নয়াদিল্লি: সদ্যই দীর্ঘ চোট সারিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরেছেন মহম্মদ শামি (Mohammed Shami)। গত বছরে ৫০ ওভারের বিশ্বকাপ ফাইনালের পর থেকে এখনও আন্তর্জাতিক প্রত্যাবর্তন ঘটাতে পারেননি তিনি। এই চোট সমস্যার জেরেই বাংলার তারকা ফাস্ট বোলার আইপিএল নিলামে (IPL Auction) তেমন দাম পাবেন না বলে মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)।
সামনেই ২৪ ও ২৫ নভেম্বর আইপিএল নিলাম আয়োজিত হতে চলেছে। সেই নিলামে নিয়ে ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে। সেই নিলামে রয়েছ মহম্মদ শামির নাম। শেষবার নিলামে দুই কোটি টাকা ব্রেস প্রাইসের শামি ৬.২৫ কোটিতে গুজরাত টাইটান্সে যোগ দিয়েছিলেন। তবে আসন্ন নিলামে ফ্র্যাঞ্চাইজিরা তাঁর হয়ে দর হাঁকালেও শামির প্রাপ্ত বেতনের পরিমাণ কমবে বলেই মনে করছেন সঞ্জয় মঞ্জরেকর।
ভারতীয় প্রাক্তনীর মতে শামির চোট আঘাতের সমস্যার জেরেই আইপিএল নিলামে অনেকে দর হাঁকালেও, তাঁকে বেশি দামে কিনবে না। তিনি বলেন, 'ফ্রাঞ্চাইজিরা শামিকে দলে নিতে নিঃসন্দেহে আগ্রহ দেখাবে। তবে চোট আঘাত নিয়ে শামির অতীত রেকর্ড এবং সদ্যই চোট সারাতে তার এত সময় নেওয়ার ফলে একটা ঝুঁকি তো রয়েইছে। হয়তো মাঝমরশুমে ও আবার চোটের কবলে পড়ল, ওর শরীর সায় দিল না। যদি ওকে বিরাট দামে কোনও ফ্র্যাঞ্চাইজি কেনে এবং তারপর যদি মাঝপথেই ও চোটের কবলে পড়ে, তাহলে তো তাদের আর কোনও বিকল্প থাকবে না। এই উদ্বেগের জেরেই নিলামে ওর দাম কম হতে পারে।'
এই মন্তব্য যে শামির খুব একদমই পছন্দ হয়নি, তা বলাই বাহুল্য। তিনি মঞ্জরেকরের মন্তব্যের জবাবে সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'বাবাজির জয়। কিছু জ্ঞান ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখুন সঞ্জয় জি। কাজে আসবে। কারুর যদি নিজেদের ভবিষ্যত জানতে হয়, তাহলে স্যরের সঙ্গে দেখা করুন। শামি ভারতীয় টি-২০ দলের নিয়মিত সদস্য না হলেও, তা আইপিএল রেকর্ড একেবারেই মন্দ নয়।
২০২৩ সালে আইপিএলের সর্বোচ্চ উইকেটসংগ্রাহক হিসাবেও পার্পল ক্যাপ জিতেছেন তিনি। অতীতে কেকেআরের অংশ ছিলেন, খেলেছেন পাঞ্জাবের হয়েও। গুজরাত টাইটান্সের হয়ে জিতেছেন আইপিএল খেতাব। তারকা ফাস্ট বোলারের যে অভিজ্ঞতার কমতি নেই , তা বলাই বাহুল্য। দুই কোটি টাকার বেস প্রাইসে এবারের নিলামে নাম দেওয়া শামিকে কোন দল কত টাকায় কেনে, এবার সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: বর্ডার-গাওস্কর ট্রফিতেই ফিরছেন শামি? বুমরার কথায় মিলল পূর্বাভাস