MS Dhoni: সিএসকে ক্যাম্পে যোগ দিলেন ধোনি, চেন্নাই মজল তাঁদের প্রিয় 'থালা'-কে নিয়ে
IPL 2024, CSK: সেই ক্য়াম্পে এবার যোগ দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সিএসকের অন্য প্লেয়ারদের সঙ্গে ক্যাম্পে প্রস্তুতি শুরু করবেন মাহিও।
চেন্নাই: আইপিএলের (IPL 2024) দামামা বেজে গিয়েছে। প্রথম ম্য়াচেই বেঙ্গালুরুর বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings) আগামী ২২ মার্চ। চেন্নাইয়ের ঘরের মাঠে সিএসকে তাঁদের ক্যাম্প শুরু করে দিল। আর সেই ক্য়াম্পে এবার যোগ দিলেন মহেন্দ্র সিংহ ধোনি। সিএসকের অন্য প্লেয়ারদের সঙ্গে ক্যাম্পে প্রস্তুতি শুরু করবেন মাহিও।
নিজেদের সোশ্য়াল মিডিয়ায় চেন্নাই সুপার কিংসের তরফে ধোনির ক্যাম্পে যোগ দেওয়ার মুহূর্তের কিছু ক্লিপস পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে দলের ম্য়াসকট ধোনিকে আমন্ত্রণ জানাচ্ছে। ধোনিকে পুষ্পস্তবক ও ফটাে উপহারও দেওয়া হয়েছে। এদিকে ধোনি ফিরতেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উন্মাদনা লক্ষ্য় করা গিয়েছে প্রতিনিয়ত। কেউ লিখেছেন, ''নেতা ফিরেছে তাঁর ডেরায়।'' কেউ আবার লিখেছেন, ''থালা তাঁর রাজত্বে ফিরে এসেছেন''। উল্লেখ্য়, গত ২ মার্চ থেকে সিএসকে তাদের ক্যাম্প শুরু করে দিয়েছে। রুতুরাজ গায়কোয়াড, রাজবর্ধন হাঙ্গারগেকর, মুকেশ চৌধুরী, প্রশান্ত সোলাঙ্কির মত তরুণ প্লেয়াররা চিপকে অনুশীলনও শুরু করে দিয়েছেন।
View this post on Instagram
ধোনি হাঁটুতে চোট নিয়েই গত মরশুমে খেলেছিলেন। রানিং বিট্যুইন দ্য উইকেটের সময় মাঝে মাঝেই ধোনিকে অস্বস্তিতে দেখা গিয়েছে। চেন্নাই অধিনায়ক হিসেবে পঞ্চমবার আইপিএল জয়ের পর মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে হাঁটুর অস্ত্রোপচার করান ধোনি।
View this post on Instagram
৪২ বছরের ধোনির হয়ত এটাই শেষ আইপিএল মরশুম। ২০০৮ সাল থেকে সিএসকের অধিনায়ক হিসেবে খেলছেন ধোনি। মাঝে রাইজিং পুণে সুপারজায়ান্টস দলের অধিনায়ক হিসেবে খেলেছেন ২ বছর। কিছুদিন আগেই আইপিএলের সম্প্রচারকী চ্যানেলে এক সাক্ষাৎকারে ধোনি বলেছিলেন, ''২০০৮ সালের আইপিএলে যে চেন্নাই সুপার কিংস দল খেলেছিল, তাতে বেশ ভারসাম্য ছিল। অনেক অলরাউন্ডার ছিল। ম্যাথু হেডেন, মাইক হাসি, মুত্থাইয়া মুরলিথরণ, মাখায়া এনতিনি ও জ্যাকব ওরামের মতো অভিজ্ঞ ক্রিকেটার ছিল। একসঙ্গে ড্রেসিংরুমে এতগুলো তারকা ক্রিকেটার ছিল। সবাইকে জানার একটা বিষয় ছিল।''