(Source: ECI/ABP News/ABP Majha)
MS Dhoni: সিএসকের হারের পর স্ক্রিনে সজোরে আঘাত হেনেছিলেন 'ক্যাপ্টেন কুল' ধোনি?
Indian Premier League: এ বছরের আইপিএলে আরসিবির বিরুদ্ধে সিএসকে পরাজিত হওয়ার পরেই নাকি মেজাজ হারিয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনি!
নয়াদিল্লি: ভারতের জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়কের নাম মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। নিজের সময়কালে উপলব্ধ সব ধরনের আইসিসি ট্রফি জয়ের জন্য তাঁর সুখ্যাতি। আবার ঠান্ডা মাথার জন্যও জগৎজোড়া খ্যাতি তাঁর। ডাকনাম 'ক্যাপ্টেন কুল'। তিনি বিশ্বকাপ জিতেও অত্যাধিক উচ্ছ্বাসে ভাসেন না। আবার অজিভূমে দল পরপর টেস্ট হারলেও হতাশার গ্লানিতে মেজাজ হারান না। কোনও পরিস্থিতিতেই বিচলিত হন না। আবেগ সবসময়ই থাকে নিয়ন্ত্রণে। মহেন্দ্র সিংহ ধোনির পরিচিতি তো এমনই।
তবে সত্যিই কি তাই? ধোনি কি কখনই মেজাজ হারান না? ধোনির দীর্ঘদিনের সতীর্থ তথা বন্ধু সুরেশ রায়না কিন্তু অন্য কথা বলেছিলেন। তাঁর দাবি ছিল যে ধোনি রাগেন বটে। বকাবকিও করেন। তবে সবসময়ই সম্পূর্ণভাবে ক্যামেরার আড়ালেই ঘটে। এবার মাহির আরেক প্রাক্তন সতীর্থ হরভজন সিংহও (Harbhajan Singh) এমনই এক তথ্য দিলেন। তিনি জানান ক্ষুব্ধ ধোনি নাকি রাগে স্ক্রিনে ঘুষি মারেন। ঘটনাটি এ বারের আইপিএলেরই (Indian Premier League)।
একের পর এক ম্যাচ হারার পরেও হঠাৎই ফর্ম ফিরে পেয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে তখন আইপিএলে প্লে-অফে যাওয়ার সুবর্ণ সুযোগ। অপরদিকে, ফর্ম হারিয়ে ফেলা সিএসকেও রয়েছে দৌড়ে। এমন পরিস্থিতিতে আরসিবি বনাম সিএসকে ম্যাচ আইপিএল প্লে-অফে পৌঁছনোর কার্যত নক আউট ম্যাচ হয়ে দাঁড়ায়। সেই ম্যাচে হলুদ ব্রিগেডকে হারিয়ে আরসিবি প্লে-অফে নিজেদের জায়গা পাকা করে। আরসিবি খেলোয়াড়রা উচ্ছ্বাসে ভাসেন। আরসিবি তারকাদের উচ্ছ্বাসের চোটে তখন আর কিছু মনেই নেই। ম্যাচ শেষে ধোনি হাত মেলানোর জন্য প্রাথমিকভাবে সবার সামনে থাকলেও, তিনি কিছুক্ষণ পরে সাজঘরের দিকে ফিরে যান। তখনই নাকি ধোনি এক স্ক্রিনে ঘুষি মারেন।
ধোনির প্রাক্তন ভারতীয় তথা সিএসকে সতীর্থ হরভজন সিংহ সেই ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন। তিনি ম্য়াচ শেষে ধোনির মেজাজ হারানোর এক ঘটনা সর্বসমক্ষে জানান। হরভজন বলেন, 'আমি ওপর থেকে গোটা বিষয়টা দেখছিলাম। সিএসকে খেলোয়াড়রা হাত মেলানোর জন্য লাইন দিয়ে দাঁড়িয়েছিবেন। আরসিবি খেলোয়াড়রা যতক্ষণে হুল্লোড় শেষ করেন, ততক্ষণে ধোনি সাজঘরে ফিরে গিয়েছেন। সাজঘরে ঢোকার আগে যে স্ক্রিনটা থাকে ওটায় ও ঘুষি মারে।'
তবে এমন ঘটনা অস্বাভাবিক কিছু নয় এবং খেলার ময়দানে এমনটা সম্পূর্ণ স্বাভাবিক বলেই দাবি করেন হরভজন। তবে এই ঘটনা প্রমাণ করে দেয় যে পরিস্থিতির চাপে অনেকসময় সেরারাও কিন্তু নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: না না করেও... ধোনির IPL খেলা প্রসঙ্গে IIFA-র মঞ্চে মুখ খুললেন শাহরুখ, ভাইরাল KKR মালিকের মন্তব্য