IPL 2024: ধোনিকে কৃতজ্ঞতা, সঙ্গে নিয়ে গেলেন বিশেষ উপহার, আইপিএল থেকে দেশে ফিরে আবেগঘন পোস্ট মুস্তাফিজুরের
Mustafizur Rahman: এবারের আইপিএলে মুস্তাফিজুর নয় ম্যাচে ২২.৭১ গড়ে মোট ১৪টি উইকেট নিয়েছেন। সিএসকের হয়ে যা এখনও পর্যন্ত এবারে সর্বাধিক।
নয়াদিল্লি: চলতি আইপিএলে (IPL 2024) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) সর্বোচ্চ উইকেটসংগ্রাহক তিনি। তবে দেশের স্বার্থে মাঝপথেই আইপিএল ছেড়ে চলে যেতে হয়েছে মুস্তাফিজুর রহমানকে (Mustafizur Rahman)। এক সুন্দর উপহারসমতে, আবেগঘন এক বার্তা দিয়ে বিদায় জানালেন মুস্তাফিজুর।
শুক্রবার, ৩ মে থেকে বাংলাদেশ এবং জিম্বাবোয়ের টি-টোয়েন্টি সিরিজ় শুরু হয়েছে। সেই সিরিজ় খেলতেই আইপিএলের মাঝপথে দেশে ফিরে যেতে হয়েছে তারকা বোলারকে। যাওয়ার আগে তিনি নিজের সঙ্গে করে মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) সই করা এক সিএসকে জার্সিও নিয়ে যান। সেই জার্সিতে স্বাক্ষরের পাশাপাশি মুস্তাফিজুরের উদ্দেশে ধোনি লেখেন, 'ফিজ়কে ভালবাসার সঙ্গে'। সোশ্য়াল মিডিয়ায় ধোনির দেওয়ার সেই উপহার হাতে ধোনির সঙ্গে এক ছবি শেয়ার করেই নিজের বিদায়ী মেসেজ লেখেন মুস্তাফিজুর।
সেই বার্তায় ধোনিকে তাঁর উপদেশগুলির জন্য ধন্যবাদ জানিয়ে বাংলাদেশি তারকা লেখেন, 'সবকিছুর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ মাহি ভাই। আপনার মতো এক কিংবদন্তির সঙ্গে সাজঘর ভাগ করাটা সবসময়ই বিশেষ অনুভূতির। সবসময় আমার ওপর আস্থা রাখার জন্য অনেক ধন্যবাদ। আপনার দেওয়া পরামর্শ আমি আজীবন মনে রাখব। ভবিষ্যতে ফের আপনার সঙ্গে দেখা করা এবং আপনার পাশাপাশি মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছি।'
Thanks for everything Mahi bhai. It was a special feeling to share the same dressing room with a legend like you. Thanks for keeping faith in me everytime. Appreciating your valuable tips, I will remember those things.
— Mustafizur Rahman (@Mustafiz90) May 3, 2024
Looking forward to meeting and playing with you again soon. pic.twitter.com/xEN9TYY9x1
মুস্তাফিজুরকে প্রাথমিকভাবে ৩০ এপ্রিল পর্যন্ত আইপিএলে খেলার ছাড়পত্র দেওয়া হলেও, তা বাড়িয়ে ১ জুন পর্যন্ত করা হয়। এর ফলে তিনি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে মাঠে নামতে পারেন। সেই ম্যাচে কোনও উইকেট না পেলেও, মুস্তাফিজুর নয় ম্যাচে ২২.৭১ গড়ে মোট ১৪টি উইকেট নিয়েছেন। সিএসকের হয়ে যা এখনও পর্যন্ত এবারে সর্বাধিক। তবে এবার আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সি গায়ে দেখা যাবে তাঁকে। বিশ্বকাপের আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের এই বিশ ওভারের সিরিজ় খেলেই ওপার বাংলার দল নিজেদের প্রস্তুতি সারবে। সেখানেও ফিজ়ের এই ফর্ম অব্যাহত থাকে কি না, সেটাই দেখার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আম্পায়ারের অবিশ্বাস্য ভুলে রান আউট হয়েও জীবনদান পেলেন হেড, মেজাজ হারালেন সাঙ্গাকারা