Travis Head Run out: আম্পায়ারের অবিশ্বাস্য ভুলে রান আউট হয়েও জীবনদান পেলেন হেড, মেজাজ হারালেন সাঙ্গাকারা
SRH vs RR: অবিশ্বাস্য এই ভুলটি সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটিং ইনিংসের ১৫তম ওভারে ঘটে।
হায়দরাবাদ: কথায় আছে মানুষ মাত্রই ভুল হয়। কিন্তু এমন ভুল সচরাচর দেখা যায় না। আইপিএলের (IPL 2024) এ মরশুমের ৫০তম ম্যাচ সাক্ষী হয়ে থাকল এক কার্যত অবিশ্বাস্য ঘটনার। যেখানে রিপ্লেতে ট্র্যাভিস হেডকে (Travis Head) স্পষ্ট আউট দেখা গেলেও, আম্পায়ার নট আউট দিলেন। আর এই নিয়ে শোরগোল নেটপাড়ায়।
ঘটনাটি ঘটে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালসের (SRH vs RR) ম্যাচের প্রথম ইনিংসের ১৫তম ওভারে। ওভারের তৃতীয় বলে আবেশ খানের বিরুদ্ধে বড় শট হাঁকাতে গিয়ে সম্পূর্ণ ব্যর্থ হন। বল চলে যায় রাজস্থান কিপার সঞ্জু স্যামসনের হাতে। হেডকে ক্রিজের বাইরে দেখে সুযোগ কাজে লাগান স্যামসন। ডিরেক্ট হিটে ভেঙে দেন স্টাম্প। সিদ্ধান্ত নিতে তা তৃতীয় আম্পায়ারের কাছে পাঠানো হলে স্পষ্টই দেখা যায় হেড ক্রিজের বাইরে রয়েছেন এবং তাঁর ব্যাটও হাওয়ায় ভাসমান। তবে অবিশ্বাস্যভাবে তৃতীয় আম্পায়ার রোহন পণ্ডিত হেডকে নট আউট দেন। যা দেখে হতবাক ক্রিকেটবিশ্ব।
ক্রিকেটের তথাকথিত 'জেন্টালম্যান' হিসাবে পরিচিত, রাজস্থান রয়্যালসের ডিরেক্টর অফ ক্রিকেট কুমার সাঙ্গাকারাও (Kumar Sangakkara) এই দেখে নিজেকে সামলে রাখতে পারেননি। তিনি সোজা চতুর্থ আম্পায়ারের কাছে চলে যান। আম্পায়ারের সঙ্গে সাঙ্গাকারাকে উত্তপ্ত বাক্য বিনিময় করতেও দেখা যায়।
It didn't matter in the end 🤷♂#SRHvRR #TATAIPL #IPLonJioCinema pic.twitter.com/qdui7WrAVu
— JioCinema (@JioCinema) May 2, 2024
অবশ্য শেষমেশ রাজস্থানকে এই ভুলের মাশুল গুণতে হয়নি। ঠিক পরের বলেই হেড প্লেড অন হয়ে ৫৮ রানে সাজঘরে ফেরেন। তবে ম্যাচ শেষে হাসিটা কিন্তু সানরাইজার্সই হাসে। প্রথম ইনিংসের ট্র্যাভিস হেডের ৫৮, নীতীশ রেড্ডি ৭৬ ও হেনরিখ ক্লাসেনের ৪২ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২০১ রান তোলে সানরাইজার্স। জবাবে প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে ফেললেও যশস্বী ও রিয়ান ১৩৪ রানের পার্টনারশিপ গড়েন। যশস্বী ৬৭ ও পরাগ ৭৭ রানের ইনিংস খেলেন, তাও শেষমেশ এক রানে হারতেই হল রাজস্থান রয়্যালসকে। সানরাইজার্সের হয়ে বল হাতে তিন উইকেট নেন ভুবনেশ্বর কুমার।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ঠিক কী কারণে বিশ্বকাপ দলে ব্রাত্য রিঙ্কু, কেনই বা বাদ পড়লেন গিল, রাহুল? জানালেন আগরকর