KKR vs SRH IPL 2024 Final: ফটোশ্যুটেও আবারও ছবির ডানদিকে পোজ় কামিন্সের, আইপিএল খেতাবও উঠবে কামিন্সের হাতেই?
Pat Cummins: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপের পর এবার আইপিএলের খেতাব জয়ের লক্ষ্যে মাঠে নামছেন প্যাট কামিন্স।

চেন্নাই: একসঙ্গে একইদিনে ইডেন গার্ডেন্সে এবারের আইপিএল সফর শুরু করেছিল দুই দল। একইদিনে এবারের মরশুম শেষও করবে কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ। চেন্নাইয়ে খেতাবি লড়াইয়ে (IPL final 2024) মাঠে নামতে চলেছে কেকেআর ও সানরাইজার্স (KKR vs SRH)। সেই ফাইনালের আগেই কাকতালীয় হলেও এক বিষয় নেটিজেনদের নজরে পড়েছে যা সানরাইজার্স সমর্থকদের মুখে হাসি ফোটাতে বাধ্য।
বিগত এক বছরে সবথেকে সফল ক্রিকেটারের নাম সম্ভবত প্যাট কামিন্স (Pat Cummins)। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিশ্বকাপ, দুই বড় টুর্নামেন্টই অস্ট্রেলিয়ান অধিনায়ক হিসাবে জিতেছেন প্যাট কামিন্স। এবার আইপিএল জয়ের লক্ষ্যে মাঠে নামছেন তিনি। ফের কি একবার ক্যাপ্টেন কামিন্স সাফল্য পাবেন? আইপিএল ফাইনালের ফটোশ্যুট দেখে কিন্তু অনেকে এমনটাই মনে করছেন। ছবিতে ডান দিকে কামিন্সকে এবং বাঁ-দিকে শ্রেয়স আইয়ারকে দেখা যায়। কাকতালীয় হলেও, কামিন্স কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং বিশ্বকাপ ফাইনালের আগেও ফটোশ্যুটে ডান দিকেই দাঁড়িয়েছিলেন। এই দেখেই অনেকে দুইয়ে দুইয়ে চার করা শুরু করে দিয়েছেন।
Every time Captain Pat Cummins stands on the right side in the final match trophy shoot, he wins! 🙈🧡#SunRisersHyderabad #IPLFinal pic.twitter.com/lLpKqxc2Wx
— Dr. Komal Sharma (@KomalSharma_20) May 25, 2024
Captain Pat Cummins posing right. 👀 pic.twitter.com/VT7MlaVSVT
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 25, 2024
Pat Cummins again choosing right 👀. #iplplayoff pic.twitter.com/Me7EVz4C31
— Ashutosh kumar singh (@Ashutosh11557) May 26, 2024
Pic 1 - All Captain's Standing on Left side has won IPL Trophy since 2019
— Richard Kettleborough (@RichKettle07) May 26, 2024
Pic 2 - Pat Cummins has won everything standing on Right side
So, this time who will lift the IPL 2024 Trophy - LEFT or RIGHT 🤔 #KKRvsSRH #SRHvsKKR pic.twitter.com/NfTvYYO2bn
তবে শুধু কামিন্স সাম্প্রতিক সময়ে কিন্তু যে অধিনায়কই ট্রফির ডানদিকে পোজ় দিয়েছেন তাঁর হাতেই উঠেছে খেতাব। গতবারের আইপিএল, এবারের আইপিএল, এ বারের পিএসএল, এমনকী ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবক্ষেত্রেই ফটোশ্যুটের ডান দিকে দাঁড়ানো অধিনায়কের হাতেই কাপ উঠেছে। গোটা বিষয়টা সম্পূর্ণই কাকতালীয় হলেও, নেটিজেনরা কিন্তু তুলনা টানতে থামছেন না। এবার কি তেমনটাই হতে চলেছে? প্যাট কামিন্সের হাতেই উঠতে চলেছে আইপিএল খেতাব? জবাব মিলবে আর কয়েক ঘণ্টা পরেই। শেষ হাসি কোন দল হাসে, সেটাই দেখার বিষয়।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: শুরুতেই সাফল্য, আইপিএল ফাইনাল জিতে কি প্রথম টুর্নামেন্ট জয়ের ধারা অব্যাহত রাখবেন ক্যাপ্টেন কামিন্স?




















