এক্সপ্লোর
করোনাভাইরাস: দিল্লিতে হবে না আইপিএলের কোনও ম্যাচ, ঘোষণা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়ার
ত্রয়োদশ আইপিএল ২৯ মার্চ শুরু হওয়ার কথা। কিন্তু তার আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে টুর্নামেন্ট ঘিরে বড়সড় সিদ্ধান্ত দিল্লি সরকারের। করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার আশঙ্কায় দিল্লিতে আইপিএল আয়োজনের না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নয়াদিল্লি: ত্রয়োদশ আইপিএল ২৯ মার্চ শুরু হওয়ার কথা। কিন্তু তার আগে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে টুর্নামেন্ট ঘিরে বড়সড় সিদ্ধান্ত দিল্লি সরকারের। করোনাভাইরাসের ছড়িয়ে পড়ার আশঙ্কায় দিল্লিতে আইপিএল আয়োজনের না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে দিল্লির আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসকে তাদের হোম গ্রাউন্ডের জন্য অন্য কোনও রাজ্যকে বেছে নিতে হবে। সূচী অনুযায়ী, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তাদের সাতটি ম্যাচ খেলার কথা ছিল ক্যাপিটালসের। এর আগে মহারাষ্ট্র সরকারও আইপিএল ম্যাচের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে।
দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়া রাজ্যে আইপিএল ম্যাচ নিষিদ্ধ করার ঘোষণা করেন। তিনি বলেন, দিল্লিতে আইপিএলের একটি ম্যাচও হবে না। যদি স্টেডিয়ামে একজনও করোনাভাইরাস আক্রান্ত কোনও ব্যক্তি থাকেন, তাহলে তাতে বিপদ অনেকটাই বেড়ে যাবে। এই কারণেই দিল্লিতে আইপিএলের ম্যাচ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।
এর আগে মহারাষ্ট্র সরকার রাজ্যে আইপিএলের টিকিট বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করেছে। মহারাষ্ট্র সরকার জানিয়েছে, আইপিএলের সমস্ত ম্যাচ ফাঁকা স্টেডিয়ামে হবে।
করোনাভাইরাসের কারণে আইপিএস পিছিয়ে দেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। আগামী শনিবার আইপিএলের গর্ভর্নিং কাউন্সিলের বৈঠক চলতি সিজন পিছিয়ে দেওয়া বা দর্শক শূন্য স্টেডিয়ামে টুর্নামেন্ট আয়োজন নিয়ে বড় কোনও সিদ্ধান্ত নেওয়া হবে পারে। এর আগে বিসিসিআই নির্ধারিত সূচী মেনেই আইপিএলের আয়োজনের কথা জানিয়েছে।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
আইপিএল
Advertisement
