PBKS vs LSG, IPL 2023 Live : মায়ার্স-স্টোইনিসের দুরন্ত অর্ধশতরান, ২৫৭ রানের বিশাল স্কোর লখনউয়ের
IPL 2023, Match 38, PBKS vs LSG : এখনও পর্যন্ত দুটো দলই ৭টি করে ম্যাচ খেলেছে। তার মধ্যে ৪টি করে ম্যাচ জিতেছে তারা। এই পরিস্থিতিতে এদিনের ম্যাচ যেই দলই জিতবে, তারাই প্লে অফের দৌড়ে কিছুটা এগিয়ে যাবে।
LIVE
Background
মোহালি : আইপিএলে (IPL 2023) আজ পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে খেলতে নামছে লখনউ সুপারজায়ান্টস (Lucknow Super Giants)। মোহালিতে নিজেদের ঘরের মাঠে এদিন খেলতে নামবে পাঞ্জাব শিবির। এখনও পর্যন্ত দুটো দলই ৭টি করে ম্যাচ খেলেছে। তার মধ্যে ৪টি করে ম্যাচ জিতেছে তারা। এই পরিস্থিতিতে এদিনের ম্যাচ যেই দলই জিতবে, তারাই প্লে অফের দৌড়ে আরও কিছুটা এগিয়ে যাবে।
মোহালির পিচ ব্যাটারদের জন্য সুবিধের। যদিও এখনও পর্যন্ত এই আইপিএলে দুশোর গণ্ডি ছুঁতে পারেনি কোনও দল এই পিচে। লখনউয়ের বোলিং অ্যাটাকে মার্ক উডের অভাব কিছুটা অনুভব করবে দল। গত ১৫ এপ্রিলের পর থেকে কোনও ম্যাচ খেলতে পারেননি ইংল্যান্ডের পেসার। তিনি একটু অসুস্থ ছিলেন। অন্যদিকে কাঁধের চোটের জন্য গত তিনটি ম্যাচ খেলতে পারেননি পাঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধবন (Shikhar Dhawan)। কিন্তু লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে হয়ত প্রথম একাদশে খেলবেন পাঞ্জাব অধিনায়ক। সেক্ষেত্রে স্যাম কারানকে আর এই ম্যাচে অধিনায়ক হিসেবে দেখা যাবে না।
PBKS vs LSG Live : ২০১ রানে থামল পাঞ্জাব
নির্ধারিত ২০ ওভারে ২০১ রানে থামল পাঞ্জাবের ইনিংস। ৫৬ রানের বড় ব্যবধানে জিতল লখনউ।
PBKS vs LSG Live Score : ১৫০ রানের গণ্ডি টপকে গেল পাঞ্জাব
১৫০ রানের গণ্ডি টপকাতে ৫ উইকেট হারিয়ে ফেলল পাঞ্জাব। ১৫ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ৫ উইকেটে ১৫২ রান।
PBKS vs LSG Live : ১৪ ওভারের শেষে ৪ উইকেটে ১৪০ রান পাঞ্জাবের
১৪ ওভারের শেষে ৪ উইকেটে ১৪০ রান পাঞ্জাব কিংসের।
PBKS vs LSG Live Score : ১০০ রানের গণ্ডি টপকে গেল পাঞ্জাব
১০০ রানের গণ্ডি টপকে গেল পাঞ্জাব। ১১ ওভারের শেষে পাঞ্জাব কিংসের স্কোর ২ উইকেটে ১০৬ রান।
PBKS vs LSG Live : ৯ ওভারে ২ উইকেটে ৮৪ রান
৯ ওভারের শেষে ২ উইকেট খুইয়ে পাঞ্জাব কিংসের স্কোর ৮৪ রান।