PBKS vs MI, 1st Innings Score: উজ্জ্বল রবি, আগুন শামির, মুম্বই আটকে গেল ১৩১/৬ স্কোরে
PBKS vs MI, IPL 2021 1st Innings Highlights: ব্যাটসম্যানদের নিষ্প্রভ থাকার দিন একমাত্র লড়াই করলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। হিটম্যান রোহিত শর্মা ইনিংস ওপেন করতে নেমে ৫২ বলে ৬৩ রান করলেন।
চেন্নাই: গতবারের আইপিএলে ১৪ ম্য়াচ খেলে ১২ উইকেট নিয়েছিলেন। ইকনমি রেট ছিল ঈর্ষণীয়। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে বিশেষজ্ঞ, লেগস্পিনার রবি বিষ্ণোইয়ের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সকলে।
চলতি আইপিএলে পঞ্জাব কিংসের প্রথম একাদশে সুযোগ পাচ্ছিলেন না রাজস্থানের লেগস্পিনার। শুক্রবার পেলেন। আর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ২১ রান দিয়ে দু উইকেট তুলে নিলেন। তাঁর সাফল্যের ঝুলিতে সূর্যকুমার যাদব ও ঈশান কিষাণের উইকেট। বল হাতে সফল মহম্মদ শামিও। গতির আগুন ছোটালেন। ডেথ ওভারে দিলেন একের পর এক নিখুঁত ইয়র্কার। যার জেরে মুম্বই ইন্ডিয়ান্স ইনিংসের শেষ চার ওভারে উঠল মাত্র ২৬ রান। হারাতে হল ৪ উইকেট। শামিও ৪ ওভারে মাত্র ২১ রান খরচ করে তুলে নিলেন রোহিত শর্মা ও ক্রুণাল পাণ্ড্যর উইকেট। পঞ্জাব বোলারদের দাপটের দিন পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নদের ব্যাটিং বেশ অস্বস্তিতে পড়ল। নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩১ রানে আটকে গেল মুম্বই। হারাতে হল ৬ উইকেট।
চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়ামের পিচ এবার বেশ মন্থর। বল পড়ে ভালভাবে ব্যাটে আসছে না বলে স্ট্রোক খেলা বেশ কঠিন। যে কারণে সমস্যায় পড়ল মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং। দলে রোহিত শর্মা, হার্দিক পাণ্ড্য, কায়রন পোলার্ডের মতো একের পর এক বিগহিটার। তবু ওভার প্রতি ৭ রান করেও তুলতে পারল না মুম্বই।
ব্যাটসম্যানদের নিষ্প্রভ থাকার দিন একমাত্র লড়াই করলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। হিটম্যান রোহিত শর্মা ইনিংস ওপেন করতে নেমে ৫২ বলে ৬৩ রান করলেন। তাঁর ইনিংসে ছিল ৫ চার ও ২টি ছক্কা। তবু অন্যান্য ইনিংসের মতো বিধ্বংসী মেজাজে ছিলেন না তিনি। বেশ ধৈর্যের পরীক্ষা দিতে হল তাঁকে। তিনি ছাড়া ব্যাট হাতে কিছুটা লড়াই করেন সূর্যকুমার। ২৭ বলে ৩টি চার ও একটি ছক্কা মেরে ৩৩ রান করেন তিনি। এ ছাড়া আর কেউই বলার মতো কিছু করেননি।