(Source: ECI/ABP News/ABP Majha)
KKR VS PBKS: পাঞ্জাবের বিরুদ্ধে নারাইন-ঝড়ে মুগ্ধ সল্টও, সফল ওপেনিং পার্টনারশিপের রহস্য ফাঁস করলেন ফিল
Sunil Narine: পাঞ্জাবের বিরুদ্ধে ৩২ বলে ৭১ রান করেন নারাইন। মরশুমে আট ম্যাচে তৃতীয়বার ৫০ রানের গণ্ডি পার করলেন সুনীল নারাইন।
কলকাতা: চলতি আইপিএল (IPL 2024) মরশুমে নিজেকে নতুনভাবে চেনাচ্ছেন সুনীল নারাইন (Sunil Narine)। বল হাতে তো তিনি ম্যাচ উইনার ছিলেনই। ব্যাট হাতেও অতীতে ম্যাচ জিতিয়েছেন। তবে নিজের ধারাবাহিকতায় নতুন করে নিজেকে চেনাচ্ছেন ব্যাটার নারাইন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে (KKR vs PBKS) শুক্রবার ফের একবার ব্য়াট হাতে ইডেনে ঝড় তুললেন নারাইন। তাঁর প্রশংসায় পঞ্চমুখ তাঁর ওপেনিং পার্টনার ফিল সল্ট (Phil Salt)।
পাঞ্জাবের বিরুদ্ধে ৩২ বলে ৭১ রান করেন নারাইন। মরশুমে আট ম্যাচে তৃতীয়বার ৫০ রানের গণ্ডি পার করলেন তিনি। কোহলির পর বর্তমানে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রানসংগ্রাহকও বটে তিনি। ফিল সল্টের সঙ্গে ওপেনিংয়ে ১৩৮ রান যোগ করেন নারাইন। তাঁদের ব্যাটে ভর করেই ম্যাচে ২৬১ রান তোলে কেকেআর।
ম্যাচের মাঝপথে এক সাক্ষাৎকারে নারাইনকে প্রশংসায় ভরিয়ে সল্ট বলেন, 'আমরা সকলেই সুনীলের দক্ষতা সম্পর্কে অবগত। ওর সঙ্গে পার্টনারশিপটা বেশ ভালই হয়েছে। সত্যি বলতে আমরা বাড়াবাড়ি কিছু করার চেষ্টা করিনা। জিনিসপত্র সহজ, সরল রাখি। অনেকসময় সেটা কাজে দেয়, অনেক সময় আমরা ব্যর্থ হই।'
তিনি আরও যোগ করেন, 'এটা বলে গতি থাকলে, ব্যাটিং করার জন্য ভাল উইকেট। আমাদের বোলাররা বলের গতিতে বৈচিত্র এনে জয়ের জন্য ঝাঁপাবে। পাশাপাশি আমাদের দলে বরুণ এবং সুনীলও রয়েছে। মাঝের ওভারগুলিতে ওরা বল করবে।' কলকাতার গরমে যা তাঁর নাজেহাল অবস্থা, সেই কথাও জানান নারাইন।
নারাইন ৩২ বলে ৭১ রান করে গেলেন। ৯টি চার ও চার ছক্কায় সাজানো ইনিংস। ফিল সল্ট ৩৭ বলে করলেন ৭৫ রান। আধ ডজন করে চার ও ছক্কা। হর্ষল পটেলের পুনর্জন্ম হয়েছে এবারের আইপিএলে। ১৩ উইকেট নিয়ে পার্পল ক্যাপের দৌড়ে রয়েছেন। তাঁরে পাড়ার বোলারের স্তরে নামিয়ে আনলেন কেকেআরের দুই ওপেনার। হর্ষলের বলে সল্টের একটা ছক্কা উড়ে গিয়ে পড়ল ক্লাব হাউসের এক তলায় ড্রেসিংরুমের সামনে। মাঠের জায়ান্ট স্ক্রিনে ফুটে উঠল, 'অফ টু সল্ট লেক'। সল্টের ছক্কা যেন উড়ে গিয়ে পড়ল সল্ট লেকে। এতই শটের জোর।
ওপেনারেরা ৬২ বলে ১৩৮ রান যোগ করলেন। ইডেনে এটাই সর্বোচ্চ ওপেনিং পার্টনারশিপ। একটা সময় মনে হচ্ছিল, নারাইন ও সল্ট, দুজনই সেঞ্চুরি করবেন। সেই আশা পূর্ণ হয়নি। তবে নাইটদের বিরাট স্কোর তোলা আটকায়নি। ব্যাটিং অর্ডারে প্রোমোশন পেয়ে ১২ বলে ২৪ করলেন আন্দ্রে রাসেল। যে শ্রেয়স আইয়ারের স্ট্রাইক রেট নিয়ে সমালোচনার ঝড়, সেই তিনিই এদিন ১০ বলে ২৮ রান করলেন।
প্রথমে ব্যাট করে কেকেআর বোর্ডে তুলল ২৬১/৬। ইডেনে এটাই সর্বোচ্চ দলগত স্কোর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: আশঙ্কাই সত্যি, কেকেআরের দল থেকে স্টার্ক বাদ, কেন কোপ পড়ল বিশ্বকাপজয়ী তারকার ওপর?