ICC Men's Test Rankings : লঙ্কা-বধে দুরন্ত বোলিং, আইসিসি টেস্ট ক্রমতালিকায় উন্নতি বুমরার ; নামলেন কোহলি
ICC Men's Test Rankings : ব্যাটিং ক্রমতালিকায় কেরিয়ারে সেরা পজিশনে উঠে এসেছেন শ্রীলঙ্কার টেস্ট ক্যাপ্টেন দিমুথ করুণারত্নে...
দুবাই : সদ্য শেষ হওয়া ভারত-শ্রীলঙ্কা টেস্ট সিরিজে ভাল পারফরম্যান্সের জের। আইসিসি টেস্ট ক্রমতালিকায় উঠে এলেন জশপ্রীত বুমরা (jasprit bumrah) । কেরিয়ারের সেরা পজিশনে উঠে এলেন দিমুথ করুণারত্নে। তবে, ব্যাটিং তালিকায় নেমে গেছেন বিরাট কোহলি।
বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেন বুমরা। আটটি উইকেট তুলে নেন ভারতীয় পেসার। এর সঙ্গে সঙ্গে দেশের মাটিতে প্রথমবার টেস্টে পাঁচ উইকেটের কৃতিত্বও অর্জন করেন। তাঁর এই ধারাবাহিকতার জেরে লঙ্কা-বধে সুবিধা হয় ভারতের। আর এই পারফরম্যান্সের জন্যই এবার আইসিসি-র টেস্ট ক্রমতালিকায় উঠে এলেন বুমরা। ছয় ধাপ পেরিয়ে বোলারদের তালিকায় চার নম্বরে উঠে এলেন তিনি। অন্যদিকে মহম্মদ সামি রবীন্দ্র জাদেজাকে সরিয়ে এক ধাপ উঠে এসেছেন। এই মুহূর্তে ১৭তম স্থানে রয়েছেন তিনি।
শীর্ষ তিনটি স্থান ধরে রেখেছেন- প্যাট কামিন্স, রবীচন্দ্রন অশ্বিন ও কাসিগো রাবাড়া।
ব্যাটিং ক্রমতালিকায় কেরিয়ারে সেরা পজিশনে উঠে এসেছেন শ্রীলঙ্কার টেস্ট ক্যাপ্টেন দিমুথ করুণারত্নে। ভারতের বিরুদ্ধে বেঙ্গালুরু টেস্টের দ্বিতীয় ইনিংসে লড়াকু ১০৭ রানের ইনিংসের হাত ধরে এই মুহূর্তে পাঁচ নম্বরে চলে এসেছেন তিনি। নবম স্থানে নেমে গেছেন কোহলি। অষ্টম স্থানে উঠে এসেছেন পাকিস্তানের বাবর আজম।
আরও পড়ুন ; রাজস্থান রয়্যালসের ট্যুইটার অ্যাকাউন্ট হ্যাক করলেন চাহাল, তারপর ?
তালিকায় প্রথম চারে রয়েছেন- মার্নাস লাবুসচেঞ্জ, জো রুট, স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামস।
অন্যদিকে, অলরাউন্ডার তালিকায় রবিন্দ্র জাদেজাকে সরিয়ে জেসন হোল্ডারের জিম্মায় রয়েছে শীর্ষ স্থান। চলতি মাসেই গোড়ার দিকে মোহালি টেস্টে ১৭৫ রানের অপরাজিত ইনিংস ও নয় উইকেট নিয়ে এই ক্রমতালিকায় শীর্ষ স্থানে উঠে এসেছিলেন তিনি। টপ ফাইভে আর রয়েছেন যথাক্রমে- রবিচন্দ্রন অশ্বিন, শাকিব আল হাসান ও বেন স্টোকস।
উল্লেখ্য, সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-০ ব্যবধান জয় ছিনিয়ে নেয় ভারত।