এক্সপ্লোর
Advertisement
Purple Cap Player IPL Season 13: ফাইনালে হারলেও ৩০ উইকেট নিয়ে পার্পল ক্যাপ রাবাডার
MI vs DC, IPL Final 2020; Purple Cap Player: ১৭ ম্যাচে ৩০ উইকেট নিয়েছেন রাবাডা। তাঁর সেরা বোলিং ২৪ রানের বিনিময়ে ৪ উইকেট। ইকনমি রেট ৮.৩৪। অর্থাৎ, ওভার প্রতি ৮.৩৪ রান খরচ করেছেন রাবাডা। তালিকায় দু নম্বরে মুম্বই ইন্ডিয়ান্সের যশপ্রীত বুমরা। ১৫ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন আমদাবাদের ডানহাতি ফাস্টবোলার। বুমরার ইকনমি রেট বেশ ঈর্ষণীয়। ওভার প্রতি মাত্র ৬.৭৩ রান খরচ করেছেন তিনি। তিন নম্বরেও রয়েছেন আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সেরই বোলার। ট্রেন্ট বোল্ট।
দুবাই: প্রথমবার ফাইনালে উঠেছিল দিল্লি ক্যাপিটালস। তবে স্বপ্নপূরণ হয়নি। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ৫ উইকেটে হেরে খালি হাতেই ফিরতে হচ্ছে দিল্লিকে। তারই মধ্যে দিল্লি ক্যাপিটালসের সমর্থকদের জন্য সান্ত্বনা হয়ে রইল কাগিসো রাবাডার স্বীকৃতি। আইপিএলে ৩০ উইকেট নিয়ে সেরা বোলারের তকমা ছিনিয়ে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাস্টবোলার। পার্পল ক্যাপ পেয়েছেন রাবাডা।
১৭ ম্যাচে ৩০ উইকেট নিয়েছেন রাবাডা। তাঁর সেরা বোলিং ২৪ রানের বিনিময়ে ৪ উইকেট। ইকনমি রেট ৮.৩৪। অর্থাৎ, ওভার প্রতি ৮.৩৪ রান খরচ করেছেন রাবাডা। তালিকায় দু নম্বরে মুম্বই ইন্ডিয়ান্সের যশপ্রীত বুমরা। ১৫ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন আমদাবাদের ডানহাতি ফাস্টবোলার। বুমরার ইকনমি রেট বেশ ঈর্ষণীয়। ওভার প্রতি মাত্র ৬.৭৩ রান খরচ করেছেন তিনি। তিন নম্বরেও রয়েছেন আইপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সেরই বোলার। ট্রেন্ট বোল্ট। ১৫ ম্য়াচে ২৫ উইকেট নিয়েছেন তিনি। কুঁচকির চোটের জন্য যিনি কোয়ালিফায়ার ওয়ানে মাত্র ২ ওভার বল করেছিলেন। ফাইনালে মাঠে নামা নিয়ে এক সময় অনিশ্চয়তা ছিল। সেই ট্রেন্ট বোল্ট ৪ ওভারে ৩০ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরাও হয়েছেন। ফাইনালে প্রথম বলেই উইকেট নিয়েছেন বোল্ট।
পার্পল ক্যাপ দেওয়া হয় টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারিকে। যে তালিকায় চার নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের এনরিক নোখিয়া। ১৬ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন তিনি। পাঁচ থেকে দশে আছেন যথাক্রমে যুজবেন্দ্র চহাল (১৫ ম্যাচে ২১ উইকেট), রশিদ খান (১৬ ম্যাচে ২০ উইকেট), জোফ্রা আর্চার (১৪ ম্যাচে ২০ উইকেট), মহম্মদ শামি (১৪ ম্যাচে ২০ উইকেট), বরুণ চক্রবর্তী (১৩ ম্যাচে ১৭ উইকেট) ও টি নটরাজন (১৬ ম্যাচে ১৬ উইকেট)।
খেলার (Sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement