IPL 2025: পায়ে চোট, এরমধ্যেই রাজস্থান রয়্যালস শিবিরে যোগ দিলেন রাহুল দ্রাবিড়
Rajasthan Royals: রাজস্থান প্রথম ম্য়াচ খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। তার আগে রাহুল দ্রাবিড়ের শিবিরে যোগ দেওয়ায় নিঃসন্দেবে সঞ্জু স্য়ামসনদের আত্মবিশ্বাস আর বাড়বেই।

জয়পুর: আইপিএলের আগে রাজস্থান রয়্যালস শিবিরে যোগ দিলেন রাহুল দ্রাবিড়। পায়ের চোট। বেঙ্গালুরুতে একটি প্রদর্শনী ম্য়াচে খেলার সময় বাঁ পায়ে চোট পেয়েছিলেন দ্য ওয়াল। পায়ে প্লাস্টার করা একটি ছবি রাজস্থান রয়্যালসের সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। ২৩ মার্চ রাজস্থান রয়্যালস তাঁদের প্রথম ম্য়াচ খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে। তার আগে রাহুল দ্রাবিড়ের শিবিরে যোগ দেওয়ায় নিঃসন্দেবে সঞ্জু স্য়ামসনদের আত্মবিশ্বাস আর বাড়বেই।
চলতি বছরের শুরুতেই রাহুল দ্রাবিড়ের রাজস্থান রয়্যালসের কোচ হয়ে ফেরার কথা জানানো হয়েছিল। বুধবার ফ্র্যাঞ্চাইজির সোশ্য়াল মিডিয়ায় লেখা হয়েছে, ''আমাদের প্রধান কোচ রাহুল দ্রাবিড় বেঙ্গালুরুতে ক্রিকেট খেলার সময় চোট পেয়েছিলেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠেছেন। বুধবার জয়পুরে দলের প্রস্তুতি শিবিরে যোগ দিয়েছেন।'' চোট নিয়ে কিছুটা চিন্তা থাকলেও, জানা গিয়েছে আপাতত হালকা হালকা কোচিং করাতে কোনও সমস্যা হবে না রাজস্থান রয়্যাসলসের প্রাক্তন অধিনায়কের।
স্য়ামসনের মুখে ধোনির প্রশংসা
কীভাবে রাজস্থান রয়্যালস অধিনায়কের জীবনে প্রভাব ফেলেছেন বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি, তা জানিয়ে দিলেন সঞ্জু স্যামসন। জিও হটস্টারের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে স্যামসন বলেন, ''সব তরুণ ক্রিকেটারদের মতই আমিও মহেন্দ্র সিংহ ধোনির অনেক বড় ভক্ত। চেষ্টা করি যতটা বেশি সময় ধোনি ভাইয়ের সঙ্গে সময় কাটানো যায়। অনেক কিছু শেখার আছে ওঁনার থেকে। সিএসকের বিরুদ্ধে যতবার আমাদের ম্যাচ হয়, আমি ততবার ধোনি ভাইয়ের সঙ্গে বসে কথা বলার চেষ্টা করি। আমার মনে আছে শারজাতে সিএসকের বিরুদ্ধে বিরুদ্ধে একটা ম্য়াচে আমি ভাল পারফর্ম করেছিলাম। ৭০-৮০ রান করেছিলাম। এরপর ম্য়াচ আমরা জিতে যাই। আমি ম্য়াচের সেরা নির্বাচিত হয়েছিলাম সেবার। এরপরই প্রথমবার আমি মাহি ভাইয়ের সঙ্গে দেখা করি। সেই থেকে আমাদের শুরু।''
রুতুরাজ গায়কোয়াডের নেতৃত্বে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে নামবেন ধোনি। এবার নিলামের আগে ৪ কোটি টাকা দিয়ে ধোনিকে রিটেন করেছে সিএসকে। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এমএসডি শুধুমাত্র আইপিএলে খেলছেন। বিগত কয়েক বছর ধরেই একটাই জল্পনা প্রতি বছর শোনা যায় যে ধোনি কবে অবসর নেবেন? যদিও এখনও পর্যন্ত নিজে মুখে কিছুই বলেননি বিশ্বজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক। চলতি মরশুমে আরও একবার ট্রফি জেতাই লক্ষ্য এমএসডির।




















