RCB vs CSK Live: ২৭ রানে সিএসকেকে হারিয়ে আইপিএলের চতুর্থ দল হিসেবে প্লে অফে আরসিবি
RCB vs CSK Live Score Updates: শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস (RCB vs CSK)। প্লে অফের দৌড়ে রয়েছে দুই দলই।
LIVE
Background
আজ আইপিএলে বেঙ্গালুরু বনাম চেন্নাই দ্বৈরথ। ২২ গজের এল ক্লাসিকো বলা যায়।
শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও চেন্নাই সুপার কিংস (RCB vs CSK)। প্লে অফের দৌড়ে রয়েছে দুই দলই। সামান্য এগিয়ে সিএসকে। পাঁচবারের চ্যাম্পিয়নদের ঝুলিতে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট। আরসিবি ১৩ ম্যাচে ১২ পয়েন্টে দাঁড়িয়ে। প্লে অফে যাবে কোন দল, নির্ধারিত হবে শনিবারই। যে কারণে এই ম্যাচ নিয়ে প্রবল উৎসাহ।
গত কয়েক মরশুমের ছবি বলছে, আরসিবি-সিএসকে ম্যাচ মানেই হবে এক তরফা। চেন্নাই-ই এগিয়ে থেকেছে। গত পাঁচ সাক্ষাতে সিএসকে-কে মাত্র একবারই হারিয়েছে আরসিবি। আইপিএলে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মাত্র ৩১ শতাংশ সাফল্য আরসিবির।
এবারের ম্য়াচ যদিও আলাদা। এই ম্যাচকে বলা হচ্ছে আইপিএলের কোয়ার্টার ফাইনাল। টানা পাঁচ ম্যাচ জিতে দুরন্ত ছন্দে আরসিবি। অন্যদিকে চেন্নাই সুপার কিংসের ছন্দে ওঠাপড়া রয়েছে। এখনও পর্যন্ত সিএসকে-র প্লে অফে ওঠার সম্ভাবনা বেশি। জিতলেই প্লে অফে রুতুরাজ গায়কোয়াড়-ধোনিরা। বৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেলেও ১৫ পয়েন্ট নিয়ে প্লে অফে চলে যাবে সিএসকে। আরসিবিকে প্লে অফের যোগ্যতা অর্জন করতে হলে জিততেই হবে। এবং সেটাও নির্দিষ্ট ব্যবধানে। কী সেই অঙ্ক? প্রথমে ব্যাট করে ২০০ রান তুললে ১৮ রানে জিততেই হবে আরসিবিকে। আর পরে ব্যাট করলে ১১ বল বাকি থাকতে লক্ষ্যপূরণ করতে হবে আরসিবিকে। তবেই ১৪ পয়েন্ট নিয়েও রান রেটের বিচারে প্লে অফে যাবে আরসিবি।
কারও কারও মতে, আইপিএলে এটাই হতে পারে ধোনি বনাম কোহলির শেষ দ্বৈরথ। যদিও কেউই নিশ্চিত নন। তবে এবারের আইপিএল ধোনির কেরিয়ারের শেষ টুর্নামেন্ট হতে পারে। আর সেক্ষেত্রে শনিবারই কোহলি-ধোনির শেষ দ্বৈরথ হতে পারে।
RCB vs CSK Live Score: হার চেন্নাইয়ের, প্লে অফে আরসিবি
প্লে অফে আরসিবি। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২৭ রানে দুরন্ত জয়। চতুর্থ দল হিসেবে প্লে অফে জায়গা করে নিল আরসিবি।
RCB vs CSK Live: শেষ ২ ওভারে প্লে অফের জন্য ৩৩ রান দরকার সিএসকের
শেষ ২ ওভারে চেন্নাইয়ের দরকার ৫৩। তবে প্লে অফের জন্য দরকার ৩৩ রান।
RCB vs CSK Live Score: অর্ধশতরান রবীন্দ্রর
৩১ বলে অর্ধশতরান পূরণ করলেন রাচিন রবীন্দ্র।
RCB vs CSK Live: আউট রাহানে
৬৬ রানের পার্টনারশিপ ভাঙলেন লকি ফার্গুসন। ৩৩ রান করে ক্যাচ আউট হয়ে ফিরলেন অজিঙ্ক রাহানে।
RCB vs CSK Live Score: ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান বোর্ডে তুলল সিএসকে
৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৭৮ রান বোর্ডে তুলে নিল চেন্নাই সুপার কিংস। ৩৪ রান করে অপরাজিত রবীন্দ্র, ৩১ রান করে অপরাজিত রাহানে।