RCB vs PBKS Innings Highlights: বেয়ারস্টো, লিভিংস্টোনের ঝোড়ো অর্ধশতরানে ২০৯/৯ বোর্ডে তুলে নিল পাঞ্জাব কিংস
RCB vs PBKS IPL 2022: ময়ঙ্ক অগ্রবালের দল এই ম্যাচ জিতলে প্লে অফের দৌড়ে টিকে থাকবে। আরসিবি জিতলে অন্যদিকে প্লে অফের সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে নাইট রাইডার্সের।
মুম্বই: টস জিতেছিলেন। নিয়েছিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। কিন্তু সেই সিদ্ধান্ত খুব একটা কাজে এল না ফাফ ডু প্লেসির। তার সৌজন্যে পাঞ্জাব কিংসের (Punjab Kings) ২ বিধ্বংসী ব্য়াটার জনি বেয়ারস্টো ও লিয়াম লিভিংস্টোন। ২ জনেই ঝোড়ো অর্ধশতরান হাঁকালেন। যার সুবাদে প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ২০৯ রান বোর্ডে তুলে নিল পাঞ্জাব কিংস। আরসিবির হয়ে সর্বাধিক ৪ উইকেট নিলেন হর্ষল পটেল। ২ উইকেট পেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।
বেয়ারস্টোর অর্ধশতরানে পাওয়ার প্লে-তে বিশাল স্কোর বোর্ডে
টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ফাফ ডু প্লেসি। পাঞ্জাবের হয়ে ওপেনিংয়ে আগের ম্যাচের মতোই এদিনও নেমেছিলেন শিখর ধবন ও জনি বেয়ারস্টো। আগের ম্যাচে অর্ধশতরান হাঁকিয়ে ফর্মে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন। আজ যেই ইনিংসটি খেললেন, তা দেখলে মনে হবে সেই ইনিংসটি যেন ছিল ট্রেলার। শুরু থেকেই ঝড় তুললেন। প্রথম ওভারে ম্যাক্সওয়েলকে ৮ রান দিয়েছিলেন। পরের ওভারে জস হ্যাজেলউড ২২ রান খরচ করলেন। এরপর আর বেয়ারস্টোকে থামানো যায়নি। মাত্র ৪ ওভারেই বোর্ডে বিনা উইকেট হারিয়ে ৫০ রান তুলে নেয় পাঞ্জাব। জনি মাত্র ২১ বলে তাঁর অর্ধশতরান পূরণ করেন। চালিয়ে খেলা শুরু করেছিলেন শিখর ধবনও। কিন্তু ম্য়াক্সওয়েলের বলে সুইপ মারতে গিয়ে ১৫ বলে ২১ রান করে আউট হন ধবন। ভানুকা রাজাপক্ষেও এরপর নামলেও এদিন হাসারাঙ্গার বলে মাত্র ১ রান করে ক্যাচ আউট হয়ে ফিরে যান। বেয়ারস্টোকে সঙ্গ দিতে এরপর মাঠে নামেন লিভিংস্টোন। শেষ পর্যন্ত বেয়ারস্টোর ঝড় থামান শাহবাজ আহমেদ। ৭টি ছক্কা ও ৪টি বাউন্ডারির সাহায্যে ২৯ বলে ৬৬ রান করে আউট হন তিনি।
বেয়ারস্টো ফিরে গেলেও পাঞ্জাবের রানের গতি কমানো যায়নি। কারণ লিভিংস্টোন এসে একই মেজাজে ব্যাটিং শুরু করেন। ইনিংসের উনিশতম ওভারে ২৪ রান তুলে নেন হ্যাজেলউডের বলে। কুড়িতম ওভারে হর্ষল পটেলের বলে ৪২ বলে ৭০ রান করে প্যাভিলিয়নে ফিরে যান।
আরসিবি বোলারদের মধ্যে হর্ষল ৪ উইকেট নেন। এছাড়া ২ উইকেট নেন হাসারাঙ্গা। তবে হতাশ করেন জস হ্যাজেলউড। নিজের চার ওভারের স্পেলে ৬৪ রান দিলেও কোনও উইকেট পাননি তিনি।