RCB vs RR, 1st Innings Score: শিবম-রাহুলের ঝোড়ো ব্য়াটিংয়ে কোহলিদের বিরুদ্ধে রাজস্থান ১৭৭/৯
RCB vs RR, IPL 2021 1st Innings Highlights: আইপিএলের ইতিহাসে প্রথমবার শুরুতেই পরপর তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে বিরাট কোহলিরা। যা আরসিবি সমর্থকদের কাছেও স্বস্তির খবর।
মুম্বই: আইপিএলে আজ মুখোমুখি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে রাজস্থান তুলল ৯ উইকেটে ১৭৭ রান। ব্যাট হাতে দলকে টানলেন শিবম দুবে। ৩২ বলে ৪৬ রান করলেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৫টি চার ও ২টি ছক্কা। পরের দিকে রাহুল তেওয়াটিয়া ২৩ বলে ৪টি চার ও ২টি ছয় মেরে ৪০ রান করলেন। গ্লেন ম্যাক্সওয়েল ও এ বি ডিভিলিয়ার্স, আরসিবি-র দুই বিগহিটারই ছন্দে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের অপেক্ষাকৃত মন্থর পিচে কতটা মানিয়ে নিতে পারবেন দুই বিদেশি, তার ওপর অনেকটাই দাঁড়িয়ে রয়েছে আরসিবি-র ভাগ্য়।
আইপিএলের ইতিহাসে প্রথমবার শুরুতেই পরপর তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে বিরাট কোহলিরা। যা আরসিবি সমর্থকদের কাছেও স্বস্তির খবর। তবে বিরাটের ব্যাটে এখনও বড় রান নেই। মুম্বইয়ে রান তাড়া করতে নেমে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বড় রান ফিরুক অধিনায়কের ব্যাটে, সেই আশাই করবেন ভক্তরা।
আরসিবি-র সঙ্গে বিস্ফোরক ব্যাটিংয়ে পাল্লা দেওয়ার মতো মশলা মজুত ছিল রাজস্থান শিবিরে। ইনিংসের শুরুতেই ছিলেন বিস্ফোরক ব্যাটিংয়ে সিদ্ধহস্ত জস বাটলার। অধিনায়ক সঞ্জু স্যামসন ফর্মে ছিলেন। টুর্নামেন্টে ইতিমধ্যেই একটি সেঞ্চুরি করে বসে রয়েছেন তিনি। ডেভিড মিলার বিশ্বের যে কোনও বোলিং আক্রমণকে ছত্রখান করে দিতে পারেন। সেই সঙ্গে আছেন রিয়ান পরাগের মতো বিগহিটার, ক্রিস মরিসের মতো ব্যাট হাতেও গেমচেঞ্জার। তবে বৃহস্পতিবার ব্যাট হাতে রাজস্থানের বিগহিটাররা সেভাবে কিছুই করতে পারলেন না। ব্যর্থ বাটলার (৮ বলে ৮ রান), অধিনায়ক সঞ্জু স্যামসন ভাল শুরু করেও আউট ১৮ বলে ২১ রান করে আউট হয়ে যান। রান পাননি মিলার (২ বলে ০), ক্রিস মরিস (৭ বলে ১০)। আরসিবি বোলারদের মধ্যে ৩টি করে উইকেট দুই পেসার মহম্মদ সিরাজ ও হর্ষল পটেলের। একটি করে উইকেট পেয়েছেন কাইল জেমিসন, কেন রিচার্ডসন ও ওয়াশিংটন সুন্দর।