Rohit Sharma: KKR বিকল্প পছন্দ রোহিতের! মুম্বই ছাড়ার জল্পনার মধ্যেই ভাইরাল এই ভিডিও
Mumbai Indians: চলতি মরশুম শেষেই রোহিত মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারে বলে কানাঘুষো শোনা যাচ্ছে।
নয়াদিল্লি: মরশুমের প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরেছে দল। একমাত্র মুম্বই ইন্ডিয়ান্সই (Mumbai Indians) চলতি মরশুমের আইপিএলে (IPL 2024) একটি ম্যাচও জিততে পারিনি। দলের মধ্যে অন্তর্দ্বন্দ্বেরও কানাঘুষো শোনা যাচ্ছে। রোহিত শর্মা (Rohit Sharma) মরশুম শেষেই দল ছাড়তে পারেন বলেও জোর জল্পনা। এরই মাঝে ভাইরাল রোহিতের এক পুরনো ভিডিও। যা কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) অনুরাগীদের মনে আশা জাগাতে ব্যর্থ।
মরশুম শুরুর আগেই মুম্বই ইন্ডিয়ান্স রেকর্ড খেতাবজয়ী অধিনায়ক রোহিতকে দায়িত্ব থেকে সরিয়ে দলকে নেতৃত্ব দেওয়ার দায়ভার হার্দিক পাণ্ড্যর হাতে তুলে দেয়। তবে পল্টনদের হয়ে অধিনায়ক হার্দিকের শুরুটা খানিকটা দুঃস্বপ্নের মতোই হয়েছে। দল এখনও জয়হীন। সম্প্রতি দলের অন্দরমহলে বিবাদের খবরও শোনা যাচ্ছে। রিপোর্ট অনুযায়ী রোহিত শর্মা হার্দিকের অধিনায়কত্বে খুশি নন এবং তিনি এ মরশুম শেষেই মায়ানগরীর ফ্র্যাঞ্চাইজি ছাড়তে পারেন।
রোহিত যদি মুম্বই ছাড়েন, তাহলে তিনি কোন দলে যাবেন? এই নিয়ে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যেই আলাপ আলোচনা শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে সোশ্যাল মিডিয়াতেই রোহিতের পুরনো এক সাক্ষাৎকারের একটি ভিডিও ঘোরাফেরা করছে। সেই ভিডিওতে মুম্বই ব্যতীত আর কোন আইপিএল ফ্র্যাঞ্চাইজিকে সুযোগ পেলে তিনি নেতৃত্ব দিতে চান জিজ্ঞেস করায় রোহিত কলকাতা নাইট রাইডার্সের নাম নেন। ভিডিওটিতে রোহিতকে বলতে শোনা যায়, 'ইডেন গার্ডেন্স আমার সবথেকে পছন্দের মাঠ। ইডেনে অনেককিছুর সাক্ষী থেকেছি। তাই কলকাতা নাইট রাইডার্স।'
Rohit Sharma : "Apart From MI, I Would Like To Captain KKR"#IPLAuction | #IPL2024Auction |#IPL2024 pic.twitter.com/mSW2uzb1TN
— KKRiders Akash (@AkashKkrian) November 25, 2023
ক্রিকেটের নন্দন কাননে 'হিটম্যান'র রেকর্ড কিন্তু বেশ ঈর্ষণীয়। ইডেনেই রোহিত বিশ্বরেকর্ড ২৬৪ রানের ওয়ান ডে ইনিংসটি খেলেন। আইপিএল হোক বা আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চ, ইডনে একাধিক স্মরণীয় ইনিংস রয়েছে রোহিতের। সেই পরিপ্রেক্ষিতেই রোহিতের এই উত্তর ছিল। তবে এতে কিন্তু জল্পনা কমছে। এই মরশুমের পরেই আইপিএলে ফের একবার মেগা নিলাম আয়োজিত হবে। টুর্নামেন্ট শুরুর আগেই আইপিএলের গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান অরুণ ধুমাল কিন্তু সেকথা নিশ্চিত করেছিলেন। এবার রোহিত নিলামে নাম লেখান কি না, মুম্বই তাঁকে আদপেও ছাড়ে কি না, তার ওপরেই কিন্তু সবটা নির্ভরশীল।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সিএসকের পক্ষে ইতিহাস, হলুদ ব্রিগেডকে কি হারাতে পারবে সানরাইজার্স? কখন, কোথায় দেখবেন ম্যাচ?