আগাগোড়া দাপট, সিএসকে-কে ৩২ রানের বড় ব্যবধানে হারাল রাজস্থান রয়্যালস
IPL 2023, Match 37, RR vs CSK : পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিএসকে। তিন নম্বরে রয়েছে রাজস্থান। আজ আইপিএলে মুখোমুখি হচ্ছে এই দুই দল। যে দলই জিতবে, প্লে অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে।
LIVE
Background
জয়পুর : পনেরো বছর আগের কথা। প্রথম আইপিএলের (IPL) ফাইনাল খেলেছিল এই দুই দল। পনেরো বছর পর ফের এক আইপিএলে ফাইনালে মুখোমুখি হওয়ার মতো সম্ভাবনা তৈরি করেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস (CSK vs RR)। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে সিএসকে। তিন নম্বরে রয়েছে রাজস্থান। আজ আইপিএলে মুখোমুখি হচ্ছে এই দুই দল। যে দলই জিতবে, প্লে অফের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবে।
মুখোমুখি রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংস। ম্যাচের আগে আকর্ষণের কেন্দ্রে সোয়াই মান সিংহ স্টেডিয়ামের বাইশ গজ। দুই দলে রয়েছে বেশ কিছু বিগহিটার। চার ছক্কার ফোয়ারা দেখা যাবে?
যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, খুব বেশি বড় রানের ম্যাচ নাও হতে পারে। এবারের আইপিএলে এখনও পর্যন্ত একটিই ম্যাচ হয়েছে এই মাঠে। সেই ম্যাচে লখনউ সুপার জায়ান্টস প্রথমে ব্যাট করে ১৫৪/৭ তুলেছিল। রান তাড়া করতে নেমে ১৪৪/৬ স্কোরে আটকে যায় রাজস্থান। এখনও পর্যন্ত যে কটি ম্যাচ খেলা হয়েছে এই মাঠে, তাতে এক একটি ছক্কা হয়েছে ২৯.৭ বলের ব্যবধানে। যে নজির আইপিএলের আর কোনও কেন্দ্রে নেই।
RR vs CSK Live : ১৭০ রানে থামল সিএসকে
১৭০ রানে থামল সিএসকে। ৩২ রানের বড় ব্যবধানে চেন্নাইকে হারাল রাজস্থান রয়্যালস।
RR vs CSK Live Score : ১৯ ওভারে ৫ ওভারে ১৬৬ রান সিএসকে-র
১৯ ওভারে ৫ ওভারে ১৬৬ রান সিএসকে-র।
RR vs CSK Live : আউট মইন খান
শিবম দুবে ও মইন আলির ৫০ রানের পার্টনারশিপে ভাঙন। অ্যাডাম জাম্পার শিকার মইন আলি (২৩)। ১৫ ওভারের শেষে ৫ উইকেটে ১২৫ রান সিএসকে-র।
RR vs CSK Live Score : ১৪ ওভারের শেষে ৪ উইকেটে ১১৩ রান সিএসকে-র
১৪ ওভারের শেষে ৪ উইকেটে ১১৩ রান সিএসকে-র। শেষ ৬ ওভারে চেন্নাইয়ের জিততে প্রয়োজন ৯০ রান।
RR vs CSK Live: এক ওভারে জোড়া ধাক্কা আর অশ্বিনের
এক ওভারে জোড়া ধাক্কা আর অশ্বিনের। তুলে নিলেন অজিঙ্ক রাহানে (১৫) ও অম্বাতি রায়ডু (০)কে। ১২ ওভারের শেষে চেন্নাই সুপার কিংসের স্কোর ৮৫/৪।