GT vs CSK: সাই, শুভমনের চোখধাঁধানো সেঞ্চুরি, মরণ-বাঁচন ম্যাচে সিএসকেকে ২৩২ রানের টার্গেট দিল গুজরাত টাইটান্স
IPL 2024: সাই ও শুভমন মিলে আইপিএল ইতিহাসের সর্বকালের সর্বাধিক ২১০ রানের ওপেনিং পার্টনারশিপ (যুগ্মভাবে) গড়ে ফেললেন।
আমদাবাদ: চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে গুজরাত টাইটান্সের (GT vs CSK) দুরন্ত ব্যাটিং। দুই গুজরাত ওপেনারই হাঁকালেন সেঞ্চুরি। শুভমন গিল (Shubaman Gill) নিজের চতুর্থ আইপিএল সেঞ্চুরি হাঁকালেন। তাঁর সংগ্রহ ১০৪ রান। সাই সুদর্শনের (Sai Sudarshan) এটাই প্রথম আইপিএল সেঞ্চুরি। তাঁর সংগ্রহ ১০৩ রান। সাই ও শুভমন মিলে আইপিএল ইতিহাসের সর্বকালের সর্বাধিক ২১০ রানের ওপেনিং পার্টনারশিপ (যুগ্মভাবে) গড়ে ফেললেন। তবে দুই সেঞ্চুরিয়ানকেই একই ওভারে ফেরান তুষার দেশপাণ্ডে। ইনিংসের শেষ তিন ওভারে রানের গতি অনেকটাই কমে। মাত্র ২২ রান উঠে। তা সত্ত্বেও নির্ধারিত ২০ ওভার শেষে তিন উইকেটের বিনিময়ে ২৩১ রান তুলল গুজরাত টাইটান্স।
ম্যাচে টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়কে। ঋদ্ধিমান সাহার চোট থাকায় গুজরাত দলে সুযোগ পান ম্যাথু ওয়েড। কার্তিক ত্যাগীও অভিষেক ঘটান। ঋদ্ধির অনুপস্থিতিতে গিলের সঙ্গে ওপেন করতে নামেন সুদর্শন। আইপিএলের চলতি মরশুমে প্লে-অফে ওঠার আশা জিইয়ে রাখতে হলে আজকে জিততেই হবে গুজরাতকে। এই ম্যাচেই ব্যাট হাতে জ্বলে উঠলেন দলের দুই তরুণ তুর্কি গিল ও সুদর্শন। শুরু থেকেই অনবদ্য ছন্দে দেখায় দুই তারকাকেই। পাওয়ার প্লেতেই ৫৮ রান তোলে গুজরাত।
পাওয়ার প্লে শেষ হলেও কিন্তু দুইজনের ব্যাটিং দৌরাত্ম্য থামেনি। ৩২ বলে নিজের অর্ধশতরান পূরণ করেন সুদর্শন। ২৫ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন গিল। দেখতে দেখতেই এ মরশুমের সর্বাধিক রানের পার্টনারশিপ গড়ে ফেলেন দুইজনে। হেড ও অভিষেক শর্মার কৃতিত্ব ভাঙেন তাঁরা। এই ম্যাচেই আবার ১০০০ আইপিএল রান করে ফেললেন। দ্রততম ব্যাটার হিসাবে মাত্র ২৫ ইনিংসে হাজার রান পূরণ করলেন তিনি। ভেঙে ফেললেন রুতুরাজ গায়কোয়াড় ও সচিন তেন্ডুলকরের রেকর্ড।
প্রথমে ৫০ বলে শতরান পূরণ করেন শুভমন গিল। ঘটনাক্রমে, এটি আইপিএল ইতিহাসের শততম সেঞ্চুরি। ঠিক তার পরপরই ছক্কা হাঁকিয়ে ৫০ বলেই নিজের প্রথম আইপিএল সেঞ্চুরি করেন সুদর্শন। তবে দুই তারকাই সেঞ্চুরির পর বেশিদূর আর এগোতে পারেননি। দুই সেট ব্যাটার আউট হয়ে যাওয়ায় শেষের দিকে রানের গতি খানিক কমে যায়। ডেভিড মিলার ও শাহরুখ খান রানের গতি ধরে রাখতে পারেননি। মিলার ১১ বলে ১৬ রানে অপরাজিত থাকেন। ব্যাটাররা বড় রান তুলেছেন। এবার বোলাররা ভাল বল করে গুজরাতের প্লে-অফের আশা বজায় রাখতে পারে কি না, সেটাই দেখার।
ম্যাচের সমস্ত লাইভ আপডেটস পেতে ক্লিক করুন এখানে
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'খেলোয়াড়দের তো সম্মান রয়েছে', রাহুলকে গোয়াঙ্কার ভর্ৎসনা প্রসঙ্গে অকপট মহম্মদ শামি