GT vs CSK Live Score: ১৯৬ রানেই থামল সিএসকের লড়াই, ৩৫ রানে ম্যাচ জিতে প্লে-অফের আশা জিইয়ে রাখল গুজরাত টাইটান্স
IPL 2024 GT vs CSK LIVE Score: আজকের ম্য়াচ হারলেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে গুজরাত টাইটান্স।
LIVE

Background
GT vs CSK LIVE: টাইটান্সের জয়
১১ বলে অপরাজিত ২৬ রানের ছোট্ট ইনিংস খেললেন মহেন্দ্র সিংহ ধোনি। তাও হারতেই হল সিএসকেকে। ২০ ওভারে ১৯৬/৮ রান তোলে হলুদ ব্রিগেড। ৩৫ রানে জয় পেল টাইটান্স।
GT vs CSK Score: রশিদের জোড়া সাফল্য
সিএসকেকে এক ওভারে জোড়া ধাক্কা দিলেন রশিদ খান। তিন বলের ব্যবধানে ১৮ রানে রবীন্দ্র জাডেজা এবং খাতা খোলার আগেই মিচেল স্যান্টনারকে ফেরত পাঠালেন আফগান তারকা। ১৮ ওভার শেষে সিএসকের স্কোর ১৭০/৮। হলুদ ব্রিগেডের অন্তিম আশা দুই রানে ব্যাট করা ধোনি।
GT vs CSK LIVE: মোহিতের তৃতীয় সাফল্য
মোহিতের তৃতীয় সাফল্য। ২১ রানে ফেরালেন শিবম দুবেকে। ১৬৫ রানেই ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলল সিএসকে।
GT vs CSK Score: মোহিতের জোড়া সাফল্য
দুরন্ত পার্টনারশিপে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন মিচেল ও মঈন আলি। তবে দুই তারকাকেই পরপর দুই ওভারে যথাক্রমে ৬৩ ও ৫৬ রানে সাজঘরে ফেরালেন মোহিত শর্মা। ১৫ ওভার শেষে সিএসকের স্কোর ১৪৩/৫। শেষ পাঁচ ওভারে সিএসকের জয়ের জন্য আরও ৮৯ রানের প্রয়োজন।
GT vs CSK LIVE: মিচেলের হাফসেঞ্চুরি
পরপর তিন উইকেট হারিয়ে ফেললেও, ইনিংস সামলাচ্ছেন মঈন আলি ও ড্যারেল মিচেল। মাত্র ২৭ বলেই অনবদ্য হাফসেঞ্চুরি পূরণ করে ফেলেছেন মিচেল। ১১ ওভারে তিন উইকেটেই শতরানের গণ্ডি পার করে ফেলল সিএসকে। ১১ ওভার শেষে স্কোর ১০৬/৩।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
