![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
RR vs DC: রাজস্থান-দিল্লির ম্যাচে আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় সৌরভ-পন্টিংয়ের, ভাইরাল ভিডিও
Sourav-Ponting Argue with Umpire: রাজস্থান রয়্যালস ঘরোয়া ক্রিকেটার শুভম দুবের বদলে বিদেশি রোভম্যান পাওয়েলকে মাঠে নামালেই আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় দিল্লি শিবিরের দুই কিংবদন্তিকে।
![RR vs DC: রাজস্থান-দিল্লির ম্যাচে আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় সৌরভ-পন্টিংয়ের, ভাইরাল ভিডিও Sourav Ganguly Ricky Ponting seen Arguing with Umpire RR vs DC match IPL 2024 know why RR vs DC: রাজস্থান-দিল্লির ম্যাচে আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় সৌরভ-পন্টিংয়ের, ভাইরাল ভিডিও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/29/6fa4f93eacfc3c9c8dc427c37ede59461711699154051507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
জয়পুর: সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) এবং রিকি পন্টিং (Ricky Ponting) একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একই উদ্দেশ্যে লড়াই করছেন। এও সম্ভব? হ্যাঁ, এটাই কিন্তু আইপিএলের মাহাত্ম্য। বৃহস্পতিবার এমন এক বিরল ঘটনারই সাক্ষী থাকল ক্রিকেটবিশ্ব। দুই কিংবদন্তি ক্রিকেটারকে একসঙ্গে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করতে দেখা গেল রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ক্যাপিটালসের (RR vs DC) আইপিএল (IPL2024) ম্যাচে।
সৌরভ এবং পন্টিং, উভয়েই বর্তমানে দিল্লি ক্যাপিটালসের ম্যানেজমেন্টের অঙ্গ। সৌরভ ফ্র্যাঞ্চাইজির ডিরেক্টর অফ ক্রিকেট, আর পন্টিং দিল্লি ক্যাপিটালসের পুরুষ দলের কোচ প্রধান কোচ। দুইজনে মাঠে একসময় প্রবল প্রতিপক্ষ ছিলেন। ভারত এবং অস্ট্রেলিয়ার মতো দুই হেভিওয়েট দেশের অধিনায়ক ছিলেন। একে অপরের বিরুদ্ধে নেমেছেন বিশ্বকাপ ফাইনালেও। কিন্তু এখন একই ডাগ আউটে বসেন দুই কিংবদন্তি। দুইজনেরই লক্ষ্য এক। দিল্লিকে খেতাব জেতানো।
রাজস্থান রয়্যালস বনাম দিল্লি ম্যাচে দুই তারকাকেই ক্ষুব্ধ হয়ে আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেল। ঘটনাটি ঘটেছে দিল্লির ব্যাটিং ইনিংসের প্রথম ওভারেই। দুই বল পরেই সঞ্জু স্যামসন রোভম্যান পাওয়েলকে শুভম দুবের বদলে মাঠে নামার নির্দেশ দেন। তার আগেই নান্দ্রে বার্গারকে শিমরন হেটমায়ারের বদলি হিসাবে মাঠে নামায় রাজস্থান। এরপর ঘরোয়া ক্রিকেটারের বদলে মাঠে ফের এক বিদেশি ক্রিকেটারের মাঠে নামা নিয়েই দিল্লি শিবির অসন্তোষ প্রকাশ করে।
গোটা ঘটনায় ক্ষুব্ধ পন্টিং শুরুতেই নিজের হাত ছড়িয়ে অসন্তোষ প্রকাশ করেন। এরপর বাউন্ডারি লাইনে চতুর্থ আম্পায়ারের সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলতেও দেখা যায় তাঁকে। আম্পায়াররা নিয়মনথি বের করে পন্টিংকে দেখিয়ে শান্ত করার চেষ্টা করেন বটে। তবে পন্টিং ডাগ আউটে ফিরে গেলেও তাঁকে অসন্তুষ্টই দেখায়। সেই সময়ই ডাগ আউটে বসে থাকা সৌরভকেও ম্যাচ আধিকারিকদের সঙ্গে বাক্য বিনিময় করতে দেখা যায়। গোটা ঘটনায় যে দিল্লি শিবির বেশ অসন্তুষ্ট ছিল তা বলাই বাহুল্য।
— Nihari Korma (@NihariVsKorma) March 29, 2024
আইপিএলের নিয়ম অনুযায়ী চারজনের বেশি বিদেশিকে কোনও দল একসঙ্গে মাঠে নামাতে পারবে না। যদি চার বিদেশি ক্রিকেটার কোনও দলের একাদশে থাকেন, তাহলে একজন বিদেশির পরিবর্তেই অপরজন বিদেশি মাঠে নামতে পারেন। কিন্তু এই ম্যাচে রাজস্থান ঘরোয়া ক্রিকেটারের বদলে বিদেশি ক্রিকেটারকে মাঠে নামায়। এই নিয়েই যত গণ্ডগোল। তবে কোনওদল যদি চারজনের কম বিদেশি ক্রিকেটার নিয়ে মাঠে নামে, তাহলে কোনও বিদেশি ক্রিকেটার যে কারুর বদলেই মাঠে নামতে পারেন। দিল্লি যেহেতু এদিন জস বাটলার, ট্রেন্ট বোল্ট ও শিমরন হেটামায়ার, তিন বিদেশিকে নিয়ে শুরুতে মাঠে নেমেছিল, তাই পাওয়েলের মাঠে নামায় কোনও সমস্যা ছিল না।
এই নিয়মই পন্টিং, সৌরভকে বোঝান ম্যাচ আধিকারিকরা। প্রসঙ্গত, দুই ম্যাচ খেলে ফেললেও এখনও দিল্লির জয় অধরা। পাঞ্জাবের পর রাজস্থানের বিরুদ্ধে পন্থরা ১২ রানে পরাজিত হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুন: ব্যর্থ ওয়ার্নার-স্টাবসের লড়াই, পরপর দুই ম্যাচ হেরে শুরুতেই বেহাল পন্থের দিল্লি
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)