IPL 2025: দিল্লি ক্যাপিটালসে অক্ষরের ডেপুটি দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের সুপারস্টার
Faf Du Plessis: অক্ষরের ডেপুটি হিসেবে দেখা যাবে ফাফ ডু প্লেসিকে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের আধুনিক সময়ের সবচেয়ে বড় নামগুলোর একজন ডু প্লেসি। অগাধ অভিজ্ঞতা রয়েছে তাঁর।

নয়াদিল্লি: আইপিএলের দামামা বেজে গিয়েছে। ১০ দলের মধ্যে সবার শেষে নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করেছে দিল্লি ক্য়াপিটালস। অক্ষর পটেলকেই আগামী মরশুমে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বভার সামলাতে দেখা যাবে। এবার দিল্লি শিবিরের সহ অধিনায়কের নামও ঘোষণা করে দিল ফ্র্যাঞ্চাইজি। অক্ষরের ডেপুটি হিসেবে দেখা যাবে ফাফ ডু প্লেসিকে। দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের আধুনিক সময়ের সবচেয়ে বড় নামগুলোর একজন ডু প্লেসি। অগাধ অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়াও আইপিএলেও অধিনায়কত্ব করেছেন এর আগে। অক্ষরের পাশে থেকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে পারবেন তিনি দলের স্বার্থে।
দিল্লি ক্য়াপিটালসের সোশ্যাল মিডিয়ায় ফাফের সহ অধিনায়কত্ব পাওয়ার বিষয়টি একটি ভিডিও ক্লিপের মাধ্যমে জানানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে ফাফ ফোনে কারও সঙ্গে কথা বলছেন, ''হ্যালো, আমি ভাল আছি। এখন নিজের ঘরেই আছি। এটাই সত্যি যে আমিই দিল্লি ক্যাপিটালসের নতুন মরশুমের সহ অধিনায়ক। এই দায়িত্ব পেয়ে আমি ভীষণ উত্তেজিত।''
এই ভিডিও ক্লিপটির মাধ্য়মেই ফাফের সহ অধিনায়ক হওয়ার খবরে সিলমোহর দেওয়া হয় দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে। বিশ্বজুড়ে আন্তর্জাতিক ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট মিলে মোট ৪০৪টি ম্য়াচ খেলেছেন ফাফ। মোট ১১ হাজারের ওপর রান করেছেন তিনি। ৬টি সেঞ্চুরি ও ৭৮টি অর্ধশতরান রয়েছে তাঁর ঝুলিতে ৩৮৩ ইনিংসে ব্যাট করতে নেমে। আইপিএলে ১৪৫ ম্য়াচ খেলতে নেমে ৪৫৭১ রান করেছেন ১৩৬ স্ট্রাইক রেট বজায় রেখে। ৩৭টি অর্ধশতরান রয়েছে তার মধ্য়ে। সর্বােচ্চ ৯৬। অর্থাৎ আইপিএলে এখনও শতরান হাঁকাতে পারেননি ডু প্লেসি। এবার কি পারবেন?
এদিকে, দোলপূর্ণিমার দিনই দিল্লি ক্যাপিটালসের অধিনায়কের নাম ঘোষণা করেছিল দিল্লি ক্যাপিটালস। কে এল রাহুল নন, তিনি অক্ষর পটেল। দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক করা হল এমন একজনকে, যিনি বর্তমান ক্রিকেটারদের মধ্যে এই দলে সবচেয়ে বেশিদিন ধরে খেলছেন। ২০১৯ সাল থেকে দিল্লি ক্যাপিটালসে রয়েছেন। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ৮২টি ম্যাচ। তাঁকেই অধিনায়ক ঘোষণা করল দিল্লি ক্যাপিটালস। অক্ষরের বয়স এখন ৩১ বছর। সীমিত ওভারের ক্রিকেটে দুই ফর্ম্যাটেই ভারতীয় দলের ভরসা। সদ্য চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের অন্যতম কারিগর। ২০১৯ সালে যোগ দেন দিল্লি ক্যাপিটালসে। গত ৬ মরশুম ধরে দিল্লির হয়ে খেলেছেন। দিল্লির হয়ে ৮২ ম্যাচে ৯৬৭ রান করার পাশাপাশি বল হাতে ৬২ উইকেটও নিয়েছেন বাঁহাতি স্পিনার। ওভার প্রতি ৭.০৯ রান করে খরচ করেছেন। যা টি-২০ ক্রিকেটে প্রশংসনীয়। পাশাপাশি ফিল্ডিংয়েও বরাবরই নজরকাড়া অক্ষর।




















