Sports Highlights: বিশাখাপত্তনমে ধোনির ঝোড়ো ইনিংস, প্রথম জয় দিল্লির, দিনের সেরা খেলার খবরগুলো এক ঝলকে
Todays Sports Highlights: দিনের সেরা খেলার খবরগুলো এক ঝলকে --
কলকাতা: আইপিএলে প্রথম জয় ছিনিয়ে নিল দিল্লি ক্য়াপিটালস। হার চেন্নাই সুপার কিংসের। ব্যাট হাতে বিশাখাপত্তনমে ঝড় তুললেন মহেন্দ্র সিংহ ধোনি। পয়েন্ট টেবিলে শীর্ষে কেকেআর। চেন্নাই সমর্থককে পিটিয়ে মারা হল। দিনের সেরা খেলার খবরগুলো এক ঝলকে -
পিটিয়ে মারা হল সিএসকে সমর্থককে
মাঠে প্রতিদ্বন্দ্বিতা কী কারুর প্রাণহানির কারণ হতে পারে? এমনই এক ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্রের কোলাপুর। যেখানে দুই মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ আর জিতবে, দুই সিএসকে সমর্থককে রাগাতে এই প্রশ্নই করেন ৬৩ বছর বয়সি বন্দোপন্ত বাপসো তিবিলে। এর জেরেই ক্ষোভে ফেটে পড়েন দুই সিএসকে সমর্থক বলবন্ত মহাদেব ঝাঞ্জগে ও সাগর সদাশিব ঝাঞ্জগে। বলবন্ত ও সাগর রাগে বন্দোপন্তর মাথায় লাঠি দিয়ে আঘাত হানে এবং মাথা ফাটিয়ে দেয়। অঝোরে রক্তপাক হতে থাকে বর্ষীয়াণ বন্দোপন্তের মাথা থেকে। গুরুতর অবস্থায় তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। চারদিন ধরে হাসপাতালেই লড়াই করছিলেন বন্দোপন্ত। কিন্তু জীবনযুদ্ধে হারতে হল তাঁকে।
বিশাখাপত্তনমে মাহি ম্য়ানিয়া
বিয়াল্লিশ পেরিয়েও এখনও যে তাঁর ব্যাটে ধার সমান রয়েছে তা আরও একবার প্রমাণ করে দিলেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। তিনি কখন নামবেন মাঠে, এই অপেক্ষাতেই ছিলেন সমর্থকরা। শিবম দুবের উইকেট পড়ার সঙ্গে সঙ্গেই ক্যামেরা ফোকাস করল ধোনির দিকে। ব্যাট হাতে নিয়ে ধীরে ধীরে মাঠে পা রাখলেন। আর সঙ্গে সঙ্গেই স্টেডিয়ামের গ্য়ালারির প্রতিটা দর্শক চিৎকার করে উঠলেন ধোনি ধোনি বলে...। এই মাঠেই তো হাঁকিয়েছিলেন নিজের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারের প্রথম শতরান। এদিনও কাউকে হতাশ করলেন না সিএসকের প্রাক্তন অধিনায়ক। ১৬ বলে অপরাজিত ৩৭ রানের ঝোড়ো ইনিংস। ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় সাজানো মারকাটারি ইনিংস।
দিল্লির প্রথম জয়
আইপিএলে নিজেদের প্রথম জয় ছিনিয়ে নিল দিল্লি ক্যাপিটালস। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৯১ রান বোর্ডে তুলে নিয়েছিল ঋষভ পন্থের দল। ২২ গজে প্রত্যাবর্তনের পর প্রথমবার অর্ধশতরান হাঁকালেন পন্থ। ৫১ রানের ইনিংস খেলেন দিল্লি অধিনায়ক। ডেভিড ওয়ার্নারও হাফ সেঞ্চুরি করেন। চেন্নাই জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭১ রান বোর্ডে তুলতে পারে। রাহানে ৪৫ রান করেন, ধোনি ৩৭ রান করে অপরাজিত থাকেন। মিচেল ৩৪ রান করেন। পাথিরানা ৩ উইকেট নেন চেন্নাইয়ের। দিল্লির হয়ে খালিল আহমেদ ২ উইকেট নেন। মুকেশ কুমার ৩ উইকেট নেন।