IPL 2022: ২ ক্যাপ্টেন কুলের মুখোমুখি মহারণ, আজ কখন, কোথায় দেখবেন হায়দরাবাদ-চেন্নাই দ্বৈরথ?
IPL 2022 SRH vs CSK: এই পরিস্থিতিতে ফের একবার মহেন্দ্র সিংহ ধোনিকেই (Mahendra Singh Dhoni) নেতৃত্বভাব ফিরিয়ে দিয়েছেন জাজেডা। আজ আইপিএলের ২২ গজে তাই ২ ক্যাপ্টেন কুলের লড়াই বলাই চলে।
পুণে: টুর্নামেন্ট শুরুর আগে আমচকাই নেতৃত্বভার তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাডেজার হাতে। কিন্তু নেতৃত্বের চাপে নিজের পারফরম্যান্স ঠিকভাবে করতে পারছিলেন না অভিজ্ঞ তারকা অলরাউন্ডার। তিনবারের টুর্নামেন্ট চ্যাম্পিয়ন দলেরও লিগের শুরুটা একদমই ভাল হয়নি। অফিশিয়ালি এখনও ছিটকে না গেলেও মোটামুটি এবারে প্লে অফে ওঠার সম্ভাবনা আর চেন্নাই সুপার কিংসের নেই বললেই চলে। এই পরিস্থিতিতে ফের একবার মহেন্দ্র সিংহ ধোনিকেই নেতৃত্বভাব ফিরিয়ে দিয়েছেন জাজেডা। আজ আইপিএলের ২২ গজে তাই ২ ক্যাপ্টেন কুলের লড়াই বলাই চলে। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে সানরাইজার্স হায়দরাবাদ।
সানরাইজার্স হায়দরাবাদ বনাম চেন্নাই সুপার কিংস
কখন শুরু
খেলা শুরু সন্ধে ৭.৩০
ম্যাচের সরাসরি সম্প্রচার স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস থ্রি, স্টার গোল্ড চ্যানেলে ও ডিজনি প্লাস হটস্টার মোবাইল অ্যাপে
পয়েন্ট টেবিলে কে, কোথায়?
এখনও পর্যন্ত ২ টো দলই আটটি করে ম্যাচ খেলেছে। সানরাইজার্স হায়দরাবাদ আট ম্য়াচের মধ্যে পাঁচটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে রয়েছে। অন্য়দিকে শুরুতে ক্রমাগত হারের পর শেষ পর্যন্ত আট ম্যাচ খেলে মাত্র ২ টো ম্যাচ জিততে পেরেছে সিএসকে। তারা পয়েন্ট টেবিলে নয় নম্বর স্থানে রয়েছে। এই ম্যাচ জিতে প্লে অফের সম্ভাবনা যেন তেন প্রকারে বাঁচিয়ে রাখার চেষ্টা করবে সিএসকে। সানরাইজার্সও চাইবে পয়েন্ট টেবিলে এগিয়ে যেতে।
আরো পড়ুন: রোহিত আউট হতেই ভেঙে পড়লেন রিতিকা, সান্ত্বনা দিলেন অশ্বিনের স্ত্রী