(Source: ECI/ABP News/ABP Majha)
IPL 2025: আইপিএল ২০২৫-এ কেকেআরের অধিনায়ক হচ্ছেন সূর্যকুমার যাদব?
Suryakumar Yadav: ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সূর্যকুমার যাদব কেকেআরের হয়েই আইপিএলে মাঠে নেমেছেন।
নয়াদিল্লি: পরের মরশুমের আইপিএল (IPL 2025) শুরু হতে এখনও বেশ খানিকটা সময় বাকি রয়েছে। এখনও পর্যন্ত নিলামের দিনক্ষণ, এমনকী তার নিয়মও জানানো হয়নি। তবে ইতিমধ্যেই দলবদল, খেলোয়াড়দের নতুন দলে যোগ দেওয়া নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে। এরই মাঝে খবর কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) তরফে নাকি সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
গত মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স একেবারেই ভাল পারফর্ম করতে পারেনি। হার্দিক পাণ্ড্যর নেতৃত্বে পল্টনরা মুখ থুবড়ে তো পড়েনই। পাশাপাশি রোহিতের বদলে হার্দিককে অধিনায়ক করায় একাধিক সিনিয়র ক্রিকেটার অসন্তুষ্ট হয়েছে বলে খবর। এদের মধ্যে সূর্যকুমার যাদবও নাকি অন্যতম। আইপিএলের পর রোহিতের অবসরের সঙ্গে সঙ্গে হার্দিক নয়, সূর্যকুমারকেই ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। সূর্যকুমার যে আসন্ন মরশুমে মুম্বই ইন্ডিয়ান্স ছাড়তে পারেন, সেই নিয়ে জোর জল্পনা। এরই মাঝে একাধিক রিপোর্ট দাবি করা হচ্ছে তাঁকে নাকি কেকেআরে তরফে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছে। তবে গোটাটাই বেসরকারিভাবে। এই প্রস্তাবে সূর্যর তরফে এখনও কোনওকিছুই জানানো হয়নি বলেও, রিপোর্টে দাবি করা হচ্ছে।
অতীতে কেকেআরের হয়ে আইপিএলে খেলেছেন সূর্যকুমার। তবে ২০১৮ মরশুমের নিলামের আগে তাঁকে নাইট শিবির ছেড়ে দেয়। ৩ কোটি ২০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন তিনি। তারপর থেকে শুধুই উত্থান। আন্তর্জাতিক অভিষেক ঘটানো থেকে ভারতের অধিনায়ক হওয়া, খুব অল্প সময়েই অনেকটা পথ অতিক্রম করে ফেলেছেন সূর্য। ভারতীয় দলের অবিচ্ছেদ্য অঙ্গ তিনি। দীর্ঘদিন আইসিসির ক্রমতালিকায় এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটারও ছিলেন তিনি। তাঁকে নিতে যে কোনও দলই যে ঝাঁপাবে, সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।
কেকেআর ম্যানেজমেন্ট যে বরাবরই সূর্যর প্রশংসক, সে বিষয়ে নতুন করে বলার প্রয়োজন নেই। তবে প্রশ্ন হচ্ছে এ মরশুমে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। নাইট অধিনায়ক হিসাবে শ্রেয়স আইয়ারের নেতৃত্ব বেশ প্রশংসাও কুড়িয়েছে। খেতাব জেতার পরের মরশুমেই কি নাইট বাহিনী খেতাবজয়ী অধিনায়ককে ছেঁটে ফেলবে? এই বিষয়ে কিন্তু সন্দেহ রয়েই যাচ্ছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ধোনিকে আনক্যাপড খেলোয়াড় হিসাবে রিটেন করতে বিশেষ নিয়ম চালুর আবেদন? সত্যিটা জানালেন CSK সিইও