IPL 2024: অবশেষে সেরেছে চোট! সপ্তাহান্তেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে চলেছেন সূর্যকুমার
Suryakumar Yadav: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে শেষবার তাঁকে মাঠে দেখা গিয়েছিল। সিরিজ়ের তৃতীয় ম্যাচে সূর্যকুমার শতরান হাঁকান। কিন্তু সেই ম্যাচেই গোড়ালিতে গ্রেড টু টিয়ার হয়। এ
![IPL 2024: অবশেষে সেরেছে চোট! সপ্তাহান্তেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে চলেছেন সূর্যকুমার Suryakumar Yadav might make comeback Mumbai Indians vs Delhi Capitals match in IPL 2024 IPL 2024: অবশেষে সেরেছে চোট! সপ্তাহান্তেই মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে মাঠে নামতে চলেছেন সূর্যকুমার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/04/deacf5915280afb49eb62b576704d3ea1712206406676507_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
বেঙ্গালুরু: গোড়ালির চোটে বিগত বেশ কয়েক মাস ধরেই ভুগছেন সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। সেই চোটের জেরে চলতি আইপিএলে (IPL 2024) এখনও পর্যন্ত মাঠেই নামতে পারেননি তারকা ব্যাটার। তবে সেই অপেক্ষা শেষ হতে চলেছে। আসন্ন রবিবারই ডিসেম্বর মাসের পর প্রথমবার মাঠে নামতে পারেন সূর্যকুমার।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে শেষবার তাঁকে মাঠে দেখা গিয়েছিল। সিরিজ়ের তৃতীয় ম্যাচে সূর্যকুমার শতরান হাঁকান। কিন্তু সেই ম্যাচেই গোড়ালিতে গ্রেড টু টিয়ার হয়। এরই মাঝে ৩৩ বছর বয়সি তারকার হার্নিয়া অপারেশনও হয় বলে জানা যায়। তারপর থেকে নিজের ফিটনেস ফিরে পাওয়ার লক্ষ্যে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব সারছিলেন সূর্য। আইপিএল শুরুর ঠিক আগেই তাঁর একবার ফিটনেস টেস্ট নেওয়া হয়। সেই পরীক্ষায় না কি সূর্যকুমার পাশ করতে পারেননি। পরে আবারও তাঁর ফিটনেস পরীক্ষা হবে বলে শোনা যাচ্ছিল।
রিপোর্ট অনুযায়ী নিজের পরের ফিটনেস টেস্টে পাশ করে গিয়েছেন সূর্য। শুধু তাই নয়, এনসিএ-র সার্টিফিকেট পেয়ে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) পরের ম্যাচে মাঠেও নামতে চলেছেন পল্টনদের তারকা ব্যাটার। গোটা বিষয়ে অবগত এক সূত্র জানান, 'ওঁ বর্তমানে ফিট। এনসিএ-তে ওকে বেশ কয়েকটি ম্যাচ খেলানো হয় এবং সেখানে ওঁকে দেখে বেশ ভালই লেগেছে। আমরা চেয়েছিলাম সূর্য যাতে ১০০ শতাংশ ফিট হয়েই মুম্বইয়ে ফেরত যান। ওঁর প্রথম ফিটনেস টেস্টের সময় ওঁ ১০০ শতাংশ ফিট ছিল না। তাই আমরা অপেক্ষা করতে চেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম ব্যাটিংয়ের সময় ওঁ কোনওরকম ব্যথা অনুভব করছে কি না। বর্তমানে সম্পূর্ণ ফিট ওঁ।'
রবিবার, দিল্লি বনাম মুম্বইয়ের এই ম্যাচের আসর বসবে। সূর্যকুমারের প্রত্যাবর্তন যে মুম্বই দলের শক্তিবৃদ্ধি করবে তা বলাই বাহুল্য। মুম্বই নতুন মরশুমের শুরুটা দুঃস্বপ্নের মতোই হয়েছে। টুর্নামেন্টের শুরুতে হারের হ্যাটট্রিক করেছে ফ্র্য়াঞ্চাইজি। একমাত্র দল হিসাবে এখনও জয়হীন পল্টনরা। হার্দিক পাণ্ড্যর অধিনায়কত্ব নিয়ে উঠেছে প্রশ্ন। এরই মাঝে দলের অন্দরমহলে অশান্তির একাধিক কানাঘুষোও শোনা গিয়েছ। সবমিলিয়ে বর্তমানে অগ্নিগর্ভ মুম্বই শিবির। এই পরিস্থিতি বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটারের দল যোগ দেওয়া মুম্বই শিবিরের স্বস্তি বাড়াবে।
সূর্য কিন্তু গত মরশুমে মুম্বইয়ের হয়ে অনবদ্য পারফর্ম করেছিলেন। দলের হয়ে তিনি ২০২৩ সালের টুর্নামেন্টে ৬০৫ রান করেছিলেন। তাও আবার ১৮১.১৪।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
আরও পড়ুুন: দিল্লিকে হারিয়ে কেকেআরের জয়ের হ্যাটট্রিক, আইপিএলের লিগ শীর্ষে কি পৌঁছতে পারল নাইট শিবির?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)