IPL 2021: বাড়ছে আতঙ্ক, আইপিএল থেকে সরলেন ২ আম্পায়ার
করোনা আবহে অনেক প্রশ্ন উঠলেও রমরমিয়ে চলছে আইপিএল। যদিও দর্শকশূন্য মাঠে হচ্ছে খেলা। এবং ক্রিকেটার, আম্পায়ার-সহ ম্যাচের সঙ্গে সরাসরি জড়িত সকলকে থাকতে হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের কড়া বিধিনিষেধের মধ্যে। এবার করোনা পরিস্থিতিতে আইপিএল থেকে সরে দাঁড়ালেন দুই আম্পায়ার - নীতিন মেনন ও পল রিফেল।
নয়াদিল্লি: করোনা আবহে অনেক প্রশ্ন উঠলেও রমরমিয়ে চলছে আইপিএল। যদিও দর্শকশূন্য মাঠে হচ্ছে খেলা। এবং ক্রিকেটার, আম্পায়ার-সহ ম্যাচের সঙ্গে সরাসরি জড়িত সকলকে থাকতে হচ্ছে জৈব সুরক্ষা বলয়ের কড়া বিধিনিষেধের মধ্যে। এবার করোনা পরিস্থিতিতে আইপিএল থেকে সরে দাঁড়ালেন দুই আম্পায়ার - নীতিন মেনন ও পল রিফেল। এদের মধ্যে নীতিন ভারতীয়। আইসিসি-র এলিট প্যানেলে থাকা একমাত্র আম্পায়ার তিনি। সদ্যসমাপ্ত ভারত-ইংল্যান্ড সিরিজে তাঁর আম্পায়ারিং সর্বস্তরে প্রশংসিত হয়েছিল। জানা গিয়েছে, তাঁর পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত। সেই কারণে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত তাঁর। অন্যজন পল রিফেল অস্ট্রেলিয়ার প্রাক্তন জোরে বোলার। ভারতে করোনা সংক্রমণ বাড়ায় এখানকার সমস্ত উড়ান বাতিল করেছে অস্ট্রেলিয়া। তাই দোহা হয়ে তিনি দেশে ফেরার চেষ্টা করছেন বলে জানা গিয়েছে।
বোর্ডের এক কর্তা বলেছেন, 'হ্যাঁ, নীতিন আইপিএল ছেড়ে গিয়েছে। ওর পরিবারের কয়েকজন করোনা আক্রান্ত আর মানসিকভাবে ও খেলা পরিচালনা করার মতো অবস্থায় নেই বলে জানিয়েছে।' জানা গিয়েছে, ইনদওরের বাসিন্দা নীতিন আইপিএলের জৈব সুরক্ষা বলয় ছেড়ে বেরিয়ে গিয়েছেন। তবে বোর্ড সূত্রে খবর, স্থানীয় কয়েকজন আম্পায়ারকে বিকল্প হিসাবে তৈরিই রাখা হয়েছিল। তাই ম্যাচ পরিচালনা করতে সমস্যা হবে না।
করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে বেসামাল ভারত। তার মধ্যেই চলছে আইপিএল। যা নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। নিজের ইউটিউব চ্যানেলে তিনি বলেছেন, 'ভারত ও পাকিস্তান, দু দেশেরই ক্রিকেট বোর্ডের ভাবা উচিত এই পরিস্থিতিতে আইপিএল চালিয়ে যাওয়া বা পাকিস্তান প্রিমিয়ার লিগ চালু করা উচিত কি না। এখন সম্পূর্ণ খরচ করা উচিত বিপর্যস্ত মানুষের জন্য। আইপিএলের চেয়েও অক্সিজেন এখন অনেক বেশি জরুরি।'
আইপিএল বন্ধ করার ডাক দিয়েছেন রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেছেন, 'ভারতে এখন আগুন জ্বলছে। এই পরিস্থিতিতে আইপিএল বন্ধ করা উচিত। পাকিস্তানেও আগামী জুন মাসে পাকিস্তান সুপার লিগ টি-টোয়েন্টি হওয়ার কথা। সেই টুর্নামেন্টও পিছিয়ে দেওয়া উচিত।' দেশ-বিদেশের অনেকেই আবার বলছেন, আইপিএল মানুষকে বাড়িতে থাকতে সাহায্য করছে। পাশাপাশি করোনা উদ্বেগ কিছুক্ষণের জন্য হলেও ভুলিয়ে দিচ্ছে। তাই চলুক টুর্নামেন্ট।