Dhoni Parents Update: করোনাকে হারিয়ে বাড়ি ফিরলেন ধোনির বাবা-মা
বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন তাঁরা। ধোনির বাবা পান সিংহ ধোনি ও মা দেবকী সিংহ, দুজনই এখন সুস্থ। তবে কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাঁদের।
রাঁচি: আইপিএল খেলতে ব্যস্ত মহেন্দ্র সিংহ ধোনি। চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন। তারই মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন তাঁর বাবা ও মা। শারীরিক অবস্থা খুব একটা স্থিতিশীল না হওয়ায় তাঁদের রাঁচিরই একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন তাঁরা। ধোনির বাবা পান সিংহ ধোনি ও মা দেবকী সিংহ, দুজনই এখন সুস্থ। তবে কিছুদিন বিশ্রামে থাকতে হবে তাঁদের।
বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ ছিল ধোনির চেন্নাই সুপার কিংসের। নয়াদিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে (বর্তমান নাম অরুণ জেটলি স্টেডিয়াম) নামার আগেই সুখবরটি পেয়ে যান ধোনি। স্বস্তি ফিরেছে ধোনির পরিবারে। ধোনির বাবা পান সিংহ এবং মা দেবকী শেষ পর্যন্ত করোনার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হলেন। তাঁদের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগে তাই ফুরফুরে মেজাজে ধোনি।
গত ২১ এপ্রিল কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে দল নিয়ে মাঠে নামার আগে ধোনির মা-বাবার করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রথম জানাজানি হয়। তাঁদের রাঁচির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসার পর আপাতত কোভিড মুক্ত ধোনির মা-বাবা। বুধবার তাঁদের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ হওয়ার পর বাড়ি ফিরে গিয়েছেন।
মা-বাবার করোনায় আক্রান্ত হওয়ার খবর পেয়েও রাঁচি যেতে পারেননি ধোনি। একেই আইপিএলে পরপর ম্যাচ রয়েছে। তার উপর একবার জৈব সুরক্ষা বলয় থেকে বের হলে ফের সাতদিন নিভৃতবাসে থাকতে হবে। সে কারণে দলের সঙ্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ধোনি। ফোনেই মা-বাবার চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা করে দেন তিনি। তাঁর ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিল চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষও।
বাবা-মা করোনা আক্রান্ত হলেও আইপিএলের ম্যাচে তার কোনও প্রভাব পড়তে দেননি ধোনি। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হেরেছিল সিএসকে। তার পর থেকে টানা পাঁচ ম্যাচে জয় পেয়েছেন ধোনিরা।