IPL 2026: পদপিষ্ট হওয়ার ঘটনার জেরে পরের আইপিএল মরশুমে হোমগ্রাউন্ড চিন্নাস্বামীতে খেলবেন না কোহলিরা?
Royal Challengers Bengaluru: কোহলিদের আইপিএল জয়ের উচ্ছ্বাসে সামিল হতে কাতারে কাতারে জনগণ চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড় জমান। তবে পদপিষ্ট হয়ে বহু মানুষ মারা যান।

বেঙ্গালুুরু: দীর্ঘ ১৮ বছরের অপেক্ষা। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে এই বছরই প্রথমবার আইপিএলের খেতাব জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে সই খেতাব জয়ের সেলিব্রেশন মুহূর্তেই বদলে যায় বিষাদে। বিরাট কোহলিদের জয়ের উচ্ছ্বাসে সামিল হতে কাতারে কাতারে জনগণ চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে ভিড় জমান। তবে সেই ভিড় সামলাতে নাজেহাল হয় পুলিশ এবং তাতে পদপিষ্ট হয়ে বহু মানুষ মারা যান। আদালত, মামলা থেকে বিশ্বকাপের ম্য়াচ স্থানান্তর, এই ঘটনার পর কাবেরী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। তবে তা সত্ত্বেও একটা প্রশ্ন ঘোরাফেরা করছিল। চিন্নাস্বামীতে কি কোহলিদের পরের মরশুমের আইপিএল (IPL 2026) ম্যাচগুলি খেলতে দেখা যাবে?
রবিবার কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচনে নিজের ভোটদান করতে এসে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার কিন্তু স্পষ্ট জানিয়ে দেন যে পরের মরশুমে চিন্নাস্বামী স্টেডিয়ামেই আইপিএলের ম্য়াচগুলি খেলা হবে। তিনি সাংবাদিকদের বলেন, 'আমি একজন ক্রিকেটপ্রেমী। আমরা নিশ্চিত করব যাতে কর্ণাটকে এমন দুর্ঘটনা আর কোনদিন না হয় এবং চিন্নাস্বামী স্টেডিয়ামে এমনভাবে ম্য়াচ আয়োজন করব যা বেঙ্গালুরুর সম্মানকে সকলের সামনে তুলে ধরবে।'
তিনি আরও দাবি করেন নিয়মনীতি মেনে ঠিকঠাকভাবে ক্রাউড ম্যানেজমেন্ট করেই কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন ম্যাচগুলি আয়োজন করবে। 'আমরা আইপিএল অন্যত্র সরিয়ে নিয়ে যাব না, সেটা আগের মতোই চিন্নাস্বামী স্টেডিয়ামেই আয়োজিত হবে। এটা তো বেঙ্গালুরু, কর্ণাটকের সম্মানের বিষয়। আমরা এটাকে বহাল রাখবই।'
পিএসজি, বেনফিকার সঙ্গে একই সারিতে PBKS
মাঠের বাইরে নতুন রেকর্ড। এক অনন্য নজির গড়ল পঞ্জাব কিংস। এক তালিকা, যেখানে পিএসজি, বেনফিকার মত বিশ্বের নামকড়া ফুটবল দলগুলো রয়েছে, সেই তালিকাতেই স্থান করে নিল আইপিএলের এই জনপ্রিয় ফ্র্য়াঞ্চাইজিটি। ২০২৫ সালে গুগলে সার্চ করা ক্রীড়া দলগুলোর মধ্যে প্রথম চারে জায়গা করে নিয়েছে শ্রেয়স আইয়ারের নেতৃত্বাধীন পঞ্জাব কিংস। অর্থাৎ আইপিএলের দলগুলোর মধ্যেও সবচেয়ে বেশি প্রীতি জিন্টার দল নিয়েই গুগলে আগ্রহ দেখিয়েছেন সাধারণ মানুষ।
চেন্নাই, কেকেআর, মুম্বই এই দলগুলোর জনপ্রিয়তা আকাশছোঁয়া। নিঃসন্দেহে এবার থেকে সেই তালিকায় থাকবে পঞ্জাব কিংসের নামও। গুগলে ২০২৫ সালে যে স্পোর্টস টিমগুলোর নাম সবচেয়ে বেশি খুঁজেছে বা সার্চ করেছেন সাধারণ মানুষ, তার মধ্য়ে সবার ওপরে রয়েছে পিএসজি। দ্বিতীয় স্থানে আছে বেনফিকা, তৃতীয় স্থানে টরন্টো ব্লু জায়েস ও চতু্র্থ স্থানে আছে পঞ্জাব কিংসের নাম।




















