Virat Kohli: স্পিন খেলতে সমস্যা, স্ট্রাইক নিয়ে সমালোচনা! অবশেষে মুখ খুললেন বিরাট কোহলি
GT vs RCB: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৪৪ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি।
আমদাবাদ: শেষ হয়েও হইল না শেষ। আরসিবির ক্ষেত্রে এ মরশুমের আইপিএলে (IPL 2024) এই কথাটি যেন একেবারে যুক্তিযুক্ত। নাগাড়ে ছয় হারে আইপিএলের প্লে-অফের দৌড় থেকে কার্যত ছিটকে গিয়েছিল দল। কিন্তু যে অল্পবিস্তর আশা রয়েছে, সেই আশা জিইয়ে রেখেছে বেঙ্গালুরুর দল। সানরাইজার্সের পর দাপুটে মেজাজে গুজরাত টাইটান্সকে হারিয়ে নাগাড়ে দ্বিতীয় জয় পেল তারা। ম্যাচে ব্যাট হাত দাপট দেখালেন উইল জ্যাকস ও বিরাট কোহলি (Virat Kohli)।
গুজরাত টাইটান্সের বিরুদ্ধে (GT vs RCB) ম্যাচে ৪৪ বলে অপরাজিত ৭০ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। দলকে জিতিয়েই মাঠ ছাড়েন তিনি। এই ইনিংসের সুবাদেই নাগাড়ে সপ্তমবার মরশুমে ৫০০ রানের গণ্ডি পার করলেন কোহলি। আইপিএল ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ রানসংগ্রাহকও তিনি। তাও কোহলিকে শুনতে হচ্ছে না না সমালোচনা। তাঁর স্পিন বোলিং খেলার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। স্ট্রাইক রেট নিয়েও সমালোচিত হয়েছেন তিনি। এবার সমালোচকদের একহাত নিলেন বিরাট।
গুজরাতের বিরুদ্ধে ম্যাচ শেষে 'কিং কোহলি' বলেন, 'আমি বিগত ১৫ বছর ধরে এমনি এমনি তো আর দিনের পর দিন দলকে ম্যাচ জিতিয়ে আসছি না। এর পিছনে তো কারণ নিশ্চয়ই আছে। ঠান্ডা ঘরে বসে আমার স্পিন খেলার দক্ষতা, স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তোলা যেতেই পারে। তাতে আমার খুব একটা সমস্যা হয় না। তবে মাঠে নেমে যারা এই কাজটা করেছেন, একমাত্র তারাই জানেন এটা ঠিক কতটা কঠিন। আমার নিত্যদিন এটা করে এসেছি। এখন এটা আমার কাছে কার্যত অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে।'
আইপিএলে যেন কোনও স্কোরই আর সুরক্ষিত নয়। ২৬১ করেও হারতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। রেকর্ড রান তুলেও স্বল্প ব্যবধানে ম্যাচ জিতছে সানরাইজার্স হায়দরাবাদ। রবিবার ঘরের মাঠে ২০০ তুলেও উড়ে গেল গুজরাত টাইটান্স। ৪ ওভার বাকি থাকতে ৯ উইকেটে ম্যাচ জিতে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। লক্ষ্য ২০১ রান। আর সেই রান তাড়া করতে নেমে শুরুতেই অধিনায়ক ফাফ ডুপ্লেসির ফিরে যাওয়া। তবু আরসিবিকে সমস্যায় পড়তে হয়নি বিরাট কোহলি ও উইল জ্যাকসের জন্য। মাত্র ৪১ বলে ১০০ রানের অপরাজিত ইনিংস খেললেন জ্যাকস। কোহলি ৪৪ বলে ৭০ রানে অপরাজিত রইলেন। ১৬ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ আরসিবির।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: টিআরপির জন্য গোটাটা মিডিয়ার তৈরি, কোহলির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন গম্ভীর