Gambhir-Kohli: টিআরপির জন্য গোটাটা মিডিয়ার তৈরি, কোহলির সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে ফের মুখ খুললেন গম্ভীর
IPL 2024: ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচের আগে গৌতম গম্ভীর ও বিরাট কোহলিকে খোশমেজাজে আড্ডা দিতে দেখা গিয়েছিল।
কলকাতা: দুই তারকার সম্পর্ক নিয়ে অতীতে কম জলগোলা ঘয়নি। তবে গত সপ্তাহে ইডেনে গৌতম গম্ভীর এবং বিরাট কোহলিকে একসঙ্গে আড্ডা মারতে দেখলে তা বোঝা দায়। দুই তারকা আলিঙ্গন সারেন, গল্প করেন। দুজনের মধ্যে কোনওদিনই খুব একটা সদ্ভাব ছিল বলে শোনা যায় না। গত সপ্তাহের ঘটনার পর সেই বরফ গলেছে বলেই সকলের অনুমান। এবার নিজেদের পারস্পরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন গম্ভীর।
কেকেআরের মেন্টর গম্ভীরের দাবি গোটা বিষয়টা ঘিরে মিডিয়াই মাত্রাতিরিক্ত জলঘোলা করেছে। তিনি বলেন, 'গোটাটাই তো টিআরপির জন্য। আমি মানুষ হিসাবে কেমন বা বিরাট কী ধরনের মানুষ, সেই নিয়ে মিডিয়ার কোনও ধারণা নেই। অযথা গোটা বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করা হয়েছে। তবে সেটা তো ইতিবাচকভাবেও করা যায়।'
দিনকয়েক আগে কোহলি বলেছিলেন গোটা বিষয়টাই মশলার লোভে করা হয়েছে। নিজের প্রাক্তন সতীর্থের কথায় সহমতই পোষণ করলেন গম্ভীর। 'বিরাট যেটা বলেছে, সেটা আমি পূর্ণ সমর্থন করি। গোটা বিষয়টা মুখরোচক গল্প আকারে প্রস্তুত করা হয়েছে। দুই পরিপক্ক মানুষের মধ্যেকার সম্পর্ক কেমন, সেই নিয়ে তৃতীয় ব্যক্তির জলঘোলা করার কোনও মানে হয় না। কারণ সেটা শেষমেশ ওই ব্যক্তিরই তো মধ্যেকার বিষয়।' মত গম্ভীরের। প্রসঙ্গত, সম্প্রতি কোহলির ব্য়াটিং স্ট্রাইক রেট নিয়ে একাংশের গলায় সমালোচনা শোনা গিয়েছে। এক্ষেত্রে কিন্তু গম্ভীর কোহলির পাশেই দাঁড়ান।
কোহলির কোন গুণটা তিনি নিতে চাইবেন বলে প্রশ্ন করা হলে কিন্তু গম্ভীর বেশ মজা করেই বলে কোহলির নাচ করার দক্ষতাটা তাঁর প্রয়োজন। গম্ভীর বলেন, 'আমি চাইলেও বিন্দুমাত্র নাচতে পারি না। তো ওর থেকে কিছু নকল করতে হলে বা কোনও গুণ নিতে হলে, আমি ওর নাচ করার দক্ষতাটাই নেব।'
গত আইপিএলে গম্ভীর তখন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। লখনউ বনাম আরসিবি ম্যাচে আফগানিস্তানের ক্রিকেটার নবীন উল হকের সঙ্গে বচসায় জড়িয়েছিলেন কোহলি। পরে সেই ঝামেলাতে জড়িয়ে পড়েন গৌতিও। তবে সেইসব জিনিস যে এখন অতীত তা গম্ভীরের কথাতে ফের একবার স্পষ্ট হয়ে গেল।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: ছক ভাঙলেন শাহরুখ, আইপিএলের ইতিহাসে বেনজির ছবি দেখল ইডেন